Breaking News

এ ভালবাসার কি নাম দেব | পর্ব-২ | লেখকঃ (নিস্বার্থ প্রেমী)

এ ভালবাসার কি নাম দেব | পর্ব-২ | লেখকঃ (নিস্বার্থ প্রেমী)

রীতি মত থমকে গেলাম আমি,,,বাসর ঘরে কোনো বিয়ে করা বউ তার স্বামীকে কষ্মিন
কালেও কি এমন কথা বলে!!!নাকি আমি স্বপ্ন দেখছি???,পরনের সেরোয়ানী আর ঘরের
সাজানো ফুলেরা সাক্ষি দিচ্ছে -না আমি বিয়ে করেছি আর আমার বউ আমার
সামনে,,,কি অদ্ভুদ আজ আমার বাসর অথচ বউ কি বলে এই সব!!!কি বলব আর কি করব
ভেবে পাচ্ছি না!!!
কি করলাম আমি!!! ইতিহাসেও মনে হয় কোনো দিন এমনটি ঘটেছে বলে কোনো নজির আমার জানা নেই,,,
নিরবতা ঠেলে একটু হকচকিয়ে
বললাম-কেন কি করলাম আমি???
আপনার কোনো দোষ নেই,,,আমার ইচ্ছা নেই আপনার সাথে কোনো সম্পর্কে জড়ানোর,,,

ফ্লেশ ব্যাকে ফিরে গেলাম- প্রথম দেখে পছন্দ করেছিলাম যদিও আমার ও বিয়ের
কোনো ইচ্ছা ছিল না,,,আম্মুর জেদা জেদিতে বিয়েতে মত দেওয়া,,,সিংগেল লাইফ
ইনজয় করছিলাম যদিও বিয়েটা করা আমার জন্য ফরজে আইন হয়ে দাড়িয়েছিল,,,বন্ধুদের
বিয়ে খেতে খেতে পেট পচে গেছিল আমার,,,কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াই নি,,,
আসলে পড়াশুনা নিয়ে জীবনের যৌবনকাল অতিক্রান্ত করে ফেলেছি,,, এত মেয়ে দেখা
হয়েছে আমার তবু আমার কাউকে পছন্দ হয় নি শুধু আম্মুর জন্য কারণ তার বয়স
হয়েছে বোনটাও আর নেই বিয়ে দিয়ে বিদাই নিয়েছে বাড়িটা কেমন শূন্য শূন্য
লাগে,,, একঘেয়ে আর সহ্য করতে পারেন না তাই আমার কাছে সারা দিন অমুকের মেয়ে
তো তার মেয়ে এমনকি গোন্ডা গোন্ডা ফটো এনে দেখাবে,,,উফফফফ কি কান্ড বলুন
তো!!!,তাই বাধ্য হয়ে মত দিলাম তবে আমার পছন্দের নয় আম্মুই পছন্দ করে
দিয়েছে,,, আমি শুধু সেই দিন মেয়ে দেখতে গিয়ে ছিলাম তবে কেমন জানি পছন্দ হয়ে
গিয়েছিল আর যত দুর নিজেকে মানিয়ে নিতে আর সামলাতে কোনো নিস্তার দেই নি
নিজেকে,,,মাস্টার্স শেষ করে একটা সরকারি স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি পেয়েছি
তো পাত্রি পরিবার নিশ্চয় অমত করবেন না!!! তবে আজ এই মধু রাতে কেন বউকে
স্পর্শ করতে পারব না!!!

এমনিতেই অনেক তোড় জোড় করে বিয়ে করলাম তার ফল
বুঝি আজ ভোগ করছি,,,কথায় বলে না আষাড় মাসের কাঠাল পাকলে যে মজা তা জৈষ্ঠ
মাসের হয় না,,,যা হোক মেয়েটা কেন তাহলে আমাকে বিয়ে করলো??? ওর ও কি ইচ্ছার
বিরুদ্ধে মত ছিল!!! জানতে হবে
তবে কেন –
প্লিজ আমাকে ছোয়ার চেষ্টা করবেন না,,, আমি আপনার হতে পারব না!!!
নিজেকে কাপুরুষ মনে হচ্ছিল বিয়ের বাসর রাতে বউ বর কে কাছে আসতে দেয় না লোকে জানলে কি ভাববে???
আমি কি জানতে পারি কারণটা???
মেয়েটা কোনো কথা বলে না,,, ভালো করে লক্ষ করে দেখলাম ও কাদঁছে,,, তবে কোনো কান্নার শব্দ করছে না,,,
তুমি কান্না করছো কেন??? আমি তোমার বিয়ে করা বর তোমার অধিকার আছে আমার উপর, আমারও অধিকার আছে তোমার ওপর তবে-
না আপনার ধারণা ভুল!!! এই বিয়েতে আমার কোনো মত ছিল না,,, আমি বিয়ে করতে চাই নি,,,

(আমি বুঝতে পারছি না মেয়েটার চেহারা আর মনের কোনো মিল খুজে পাচ্ছি না,,,
যখন ওকে দেখেছিলাম তখন স্বাভাবিক ছিল একটি বারের মত মনে হয় নি মেয়েটা তার
মতের বিরুদ্ধে বিয়েতে বাধ্য হয়েছে,,,)
– তবে কেন আজ এমন পরিস্থিতে দাড় করালে আমাকে??? আমার তো দোষ ছিল না,,,
(কাদো কাদো কন্ঠে বলল-)
– আমি একজনকে ভালবাসি অনেক অনেক ভালবাসি নিজের জীবনের মত,,, আর ও আমাকে অনেক ভালবাসে আমি ওর মনে কষ্ট দিতে পারব না!!!
(এই বলেই ভ্যাক ভ্যাক করে কান্না করে দিল
আমি আগে থেকেই আন্দাজ করছিলাম এমন কিছু একটা হবে,,, তাই নিজেকে প্রস্তুত রেখে ছিলাম!!!)
– তো এখন কি করবে,,, সব তো শেষ করে দিলে নিজ হাতে,,, কেন মত দিলে এই বিয়ে তে???
– বাসায় বাবা মা মেনে নেয় নি ওর আর আমার রিলেশনটা,,,আমি অনেক বুঝিয়েছি তবুও!!!

(কঠিন বাস্তবতার সম্মুখিন আমি,,, রাত ১২ টা বেজে গেছে সবাই ধিরে ধিরে
ঘুমের আছন্নে হয় তো শুধু ও আর আমি জেগে, তবে আর দশটা কাপলের মত নয়, কি
সম্পর্কে তাও জানা নেই,,, বিয়ে করেও কাপল বলতে পারছি না,,, একবুক হতাশা আর
টেনশন নিতে হচ্ছে কি শুনছি এসব!!!মধু রাতে বউকে কাছে পাওয়া, তাকে আদর করার
কথা আমার আর বউ নিজে তাকে তার অতিতের কথা শোনাচ্ছে তবুও ওর বয়ফ্রেন্ডের গুন
গান গাইছে!!! কোনো বিবাহিত পুরুষ কি এই চন্দ্রিমার রাতে পর পুরুষের সাথে
তার বউয়ের রিলেশন কাহিনী শুনতে চাইবে??? নাকি রাগে অভিমানে রাতেই বিদেয় করে
দিবে!!! আমার কিছু মাথায় কাজ হচ্ছে না শুধু ওর দিকে তাকিয়ে আছি আর মনে মনে
ওর মনটাকে পড়ার চেষ্টা করছি, মাথায় কিছুই খেলছে না আমার!!! কি করা উচিত
আমার এখন???
কি করবো জানি না!!!
জানি না!!!
জানি না!!!
হাজার খানা প্রশ্ন আর কষ্টের গুলি বিদ্ধ হচ্ছিল আমার মনে,,,)
এখন তবে কি করবে তুমি??? আর কিই বা করার আছে বল???
আমার দিকে চেয়ে –
-আমাকে মাফ করে দিন আমি আপনার শখ আর ইচ্ছা পূরণ করতে পারব না,,, আমি নিরুপায়,,,আমি ওকে মন থেকে সরাতে পারব না,,,

(কথা গুলো কানে এসে আঘাত করছিল আর চোখ দুটো সকালের চিন্তা করছিল সকাল বেলা
কি হবে??? সারা দিন আমার পরিবার বন্ধু বান্ধব সবাই কত আনন্দ প্রোমোদ
করলো,,, ওদের কথা বাদ দিলাম আমার আম্মু,,, উনি যদি জানতে পারেন তার ছেলের
বউয়ের এই কাহিনী তবে তিনি কি সহ্য করতে পারবেন??? বড় পছন্দ করে বিয়ে
দিয়েছেন,,, আজ কি পরিণতি দাড়ালো!!!)
তা না হয় বুঝলাম তবে আমার পরিবার তারা কি ভাববে??? 

তাদের কি বলব??? তুমিই বল আমি এখন কি করতে পারি???
(মেয়েটা কেদে ই যাচ্ছে আর কেদেই যাচ্ছে!!! কোনো উত্রর দিচ্ছে না ও
বুঝলাম এমনিতেই ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা করতে বাধ্য হয়েছে সে তার পর আবার
এই বাসর রাতের ভয় সব মিলিয়ে তার চোখের জলই বলে দিচ্ছে তার মনের অবস্থা,,,৩০
ঘন্টা ধরে চুপ চাপ কেউ কোনো কথা বলছি না রাত ১ টা পার হয়ে গেল,,,তারপর আমি
ওকে কিছুই বললাম না ওর ঘুমের প্রোয়োজন,,, কান্না করে চোখ ফুলিয়ে
ফেলেছে!!!)

তুমি যদি না চাও তোমাকে স্পর্শ করি,,, তবে তুমি খুশি
থাকবে তবে তাই হবে,,,এটাও যদি বল আমাদের সম্পর্কটা ভেঙ্গে দেওয়া উচিত হবে
তাই হবে,,,কত পরিবারেই না আলাদা হয়ে যাচ্ছে,,আমরাও হবো তবে দয়া করে এখন না
আমার আম্মু অনেক কষ্ট পাবে গো অন্তত ১ টা মাস থাক না হয়,,,
( চোখে মুখে চানচল্যতা প্রকাশ পাচ্ছে মনে হয় এত তারাতাড়ি সব সমস্যা সমাধান হয়ে যাবে তা হয় সে কল্পনা করে নি!!!)
-একছাদে রাত কাটাতে পারব না।

-হুম তাই হবে দরজার ওপাশে জানালার কাছে বেলকনিতে আমি ঘুমাচ্ছি আর তুমি
এখানেই থাক,,,তোমার ইচ্ছার বাইরে তোমার কাছে আসব না,,, কথা দিলাম!!! তবে
আমাকে কথা দিতে হবে তোমায় যে অন্তত ১টি মাস আমার আম্মুকে কিছুই বুঝতে দিতে
পারবে না,,, আম্মু অনেক কষ্ট
পাবে গো!!! আম্মুর বয়স হয়েছে এই সময় এই ধাক্কা নিতে পারবেন না!!!
– আমি রাজি!

মনে খুব কষ্ট লাগলো আমি কি ভুল করলাম???নাকি পরিবারের সাথে প্রতারণা
করছি??? নিজের চোখের জল হয় তো মেয়েটা দেখতে পেল না,,, ওকটিবারও জানতে ও
চাইলো না আমার মত আমার ইচ্ছা, ভালবাসা,চাহিদা।
স্বার্থ পরের মত বলে দিল “আমি রাজি”।
আমি কোনো কথা বাড়ালাম না একটা বালিশ আর কম্বল নিয়ে চলে আসলাম,,,
রাতে ঘুম আসছে না যে সময় আমার বউয়ের সাথে ওকে চেনা জানার, সুখ
দুখের,,ভালবাসার মহব্বতের কথা বলবো দাম্পত্য জীবনটা কি তা পরোখ করবো,,,সে
সময়টা মশার সাথে দিচ্ছি!!! মনে মনে গালি দিলাম নিজেকে কি পুরুষের মত কাজ
করলাম কোনো দিন প্রেম করলাম না মেয়েদের সাথে টাইম পাস করলাম না আর আমি
নিজেই দোষি যার প্রমাণ বাসর রাতে বউকে পাশে না রেখে বাইরে মশার কামড়
খাচ্ছি!!!

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com