না পাওয়া ভালোবাসা | প্রথম পর্ব
তনু:এই ভাইয়া ভাইয়া উঠনা কত বেলা হইছে । আর কত ঘুমাবি! এই ভাইয়া উঠনা ……
আমি:বোন আমার সকাল সকাল মাথা খাইস না….
তনু:তোর অফিসের সময় ফেরিয়ে আসতেছে…..
আমি:কিইইইই …. তারাতারি বিছানা থেকে উঠে…ফ্রেস হয়ে রুমে এসে দেখি আমার বোন টা আমার দিকে তাকিয়ে মুছকি মুছকি হাসতেছে …..
আমি:কি রে পাগলি তুই হাসিস কেনো…..
তনু:হি হি হি হি হি এখনো একঘন্টা বাকি আছে….তোর আরামের ঘুমটা হারাম করে দিলাম..
আমি:তবে রে দারা আজকে তোর একদিন তো আমার যা কয় দিন লাগে…..
তনু: তুমি আমাকে ধরবা হি হি হি হি
বোন টা দৌড়ে পালালো……
এবার পরিচয়টা দেওয়া যাক…. আমি আকাশ আহম্মেদ…… অনার্স শেষ করে একটা জব করতেছি… …..মধ্যবিও পরিবার তাই পড়ালেখার পাশাপাশি জব করতে হচ্ছে…..আর যে আমার সকালের আরামের ঘুমটা হারাম করে দিলো সে আমার একমাএ আদরে বোন তনু…..
.
.
রেড়ি হয়ে নাস্তা করতে বসলাম এমন সময় তনু এসে আমার পাশে বসলো….
তনু:ভাইয়া আজকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবি কেমন…..
আমি:না আনতে পারবো না সোনা …..তুই আমার সকাল বেলার আরামের ঘুমটা হারাম করে দিলি……
তনু:মা দেখো ভাইয়া কি বলে ও নাকি আমার জন্য নাকি চকলেট আনবে না. …….
মা:আমি জানি না তোদের যা খুশি কর আমাকে কিছু বলবি না …..তোদের জ্বালায় আর বাঁচি না ……আর আকাশ তুই কি ছোট নাকি কেনো ওর সাথে জগড়া করিস…..
আমি:ঐ মা আমি কি করলাম শুধু শুধু আমাকে দোষারোপ করো……
আর তুই তোর জন্য তো আমি চকলেট আনবোই না হুহ……
তনু: আনবা না ……
আমি:উহু …..
তনু:আনবা না তো…..
আমি:হুহ আন বোনা……
তনু:আম্মু ভাইয়া না জেরইইইইইইই………..
আর কিছু বলার আগেই মুখটা চেপে ধরলাম…..এই এক জ্বালা একদিন জেরীন কল করেছিলো আর তনু কলটা রিসিভ করে আমার আর জেরীনের রিলেশানের কথা জেনে যায় ……এখন শুধু ব্লাকমেল করে যায়….
আমি:আর কিছু বলতে হবে না বোন তোর জন্য চকলেট আনবোই……
তনু:উমমমম্মাহ থাংকু ভাইয়া……
আমি: হইছে আর আদর করতে হবে না ….এখন যা পড়তে বস…. তনু:ওকে ভাইয়া……..
ও বলতেই ভুলে গেছি জেরীন হল আমার ইয়ে মানে ঐ আর কি…….বুঝলেন তো…..যাক নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম……..বাসার গেইট থেকে বের হতেই ফোনটা টুংটাং শব্দ শুরু করলো….পকেট থেকে ফোনটা বের করে দেখি…….মিস জেরী……….কল দিয়েছে……কি ব্যাপার দুই দিন পর কল দিলো…..
আমি:কেমন আছো বাবুনি…?
জেরিন:এই বাবুনি বলবা না একদম ……সয্য হয় না …..কাল সারাদিন গেলো রাত গেলো সকাল হলো একটা কল দিলে না এখন ন্যাকামি করতেছো……
আমি:আসলে সোনা আমার ফোনে টাকা ছিলো না……
জেরিন:আর কবে তোমার ফোনে টাকা থাকে শুনি ….এক কথা বার বার শুনতে ভালো লাগে না ….বাদ দাও…..
খাইছো তো…..?
আমি: হুম খাইছি …. তুমি খাইছো..?
জেরীন:বলবো না …..! কোথায় তুমি এখন?
আমি:এইতো অফিস যাচ্ছি…….
জেরিন:আচ্ছা ঠিক আছে সাবধানে যেও..রাখি…..টুট টুট……
এই মেয়েটাকে আমি আজও বুঝি না ওর কোন জিনিসটা আমার প্রতি বেশি রাগ নাকি ভালোবাসা …
সত্যি কথা হলো পরশু বিকালে আমার সাথে একটু দেখা করতে চেয়ে ছিলো কিন্তু আমি ব্যাস্থ থাকার কারনে দেখা করতে পারি নি রাতে কল করে ও আমাকে অনেক কথা শুনিয়েছে আর রাগ করেছিলো….. আমি ও ব্যাস্থতার মাঝে ওর রাগ ভাঙ্গানোর সময় পাইনি তাই কল দিয়ে এমন অবস্থা……..
.
.
যাই হোক জানি ও আমাকে খুব ভালোবাসে আর আমার সাথে কথা না বলে থাকতে পারবে না…
মান অভিমান থাকতেই পারে কিন্তু পাগলিটা খুব বেশি ভালোবাসে তো তাই সব সময় ও নিজে থেকে আমার রাগ অভিমান ভাঙ্গায়……..যা আমার ও খুব ভালো লাগে……কেউ একজন আমাকে খুব ভালোবাসে আর আমার কেয়ারিং করে…..আর কি চাই…….
একটা রিকসা নিয়ে অফিসে পৌছালাম……..অফিসে এসে বসে আছি আর ভাবতেছি মেয়েটা কতনা ভালোবাসে আমাকে কিন্তু একটা সময় আমাদের জগড়া রাগারাগি এসবেই দিন কাটতো……
.
.মনে পড়ে গেলো সেই কলেজের প্রথম দিনের কথা……
আমি বন্ধুদের সাথে কথা বলতে বলতে কলেজের গেইটের ভিতরে ঢুকলাম……
হাবিব:দোস্ত আমি একটু সামিয়ার সাথে দেখা করে আসি……
তুহিন: আমাকে একটু যেতে হবে……
সবাই আমাকে একা রেখে চলে যায় আর আমি একা একা বসে আছি কলেজের এক কোনে…… হঠাৎ লক্ষ্য করলাম পুকুর পাড়ে গাছের একটা ঢালে দুটো পাখি বসে আছে……
পকেট থেকে মোবাইলটা বের করে একটা ফটো তুলতে যাবো এমন সময় পেছন থেকে কারো ধাক্কা লেগে মোবাইলটা পুকুরে পড়ে যায়……
আমি:হায় হায় আমার মোবাইল………
ঐ আপনি আমাকে ধাক্কা দিলেন কেনো……আমার ফোনটা পানিতে পড়ে গেলো……
মেয়েটা:আমি ধাক্কা দিই নি ……আপনি রাস্তার মাঝখানে দাড়িয়ে আছেন কেনো………
আমি:এতো কিছু জানি না আপনি আমার ফোনটা পানিতে ফেলেছেন সো আপনাকে এর জরিমানা দিতেই হবে……..
মেয়েটা:আমার বয়ে গেছে জরিমানা দিতে
মেয়েটা তো দৌড়ে চলে গেলো ধরতেই পারলাম না
আমি ও ছেড়ে দেবার পাএ নই…..
পরদিন সকাল বেলা কলেজে এসে খুঁজতেছি মেয়েটাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ দেখি গেইট দিয়ে কলেজের ভিতরে ঢুকতেছে…..
আমি সামনে এগিয়ে গেলাম ……
আমি:এই শুনুন …… মেয়েটা কোন কথা না বলে সোজা চলে যাচ্ছিলো …….
আমি মেয়েটার সামনে গিয়ে পথ আটকালাম….
আমি:আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করায় আমার মামা আমাকে এই ফোন টা দিয়ে ছিলো…..আপনার কারনে সেটা নষ্ট হয়ে গেছে…..আপনাকে এখন এর মূল্য দিতে হবে…….
মেয়েটা:আমার কি দোষ আমি তো ইচ্ছে করে ফেলি নি……
আমি:এতো কিছু জানি না দুই দিনের সময় দিলাম আপনি টাকা রেড়ি রাখবেন আমি দুই দিন পর আসবো….
.
.
চলবে……..
No comments
info.kroyhouse24@gmail.com