Breaking News

রক্ত জবার পাপড়িতে ঐ বৃষ্টি আছে ঝুলে

রক্ত জবার গায়ে আহা,লাগল বৃষ্টির ছোঁয়া
স্নিগ্ধতা আর সজীবতায়, মন যে গেলো খোঁয়া।
সবুজ পাতায়, গাছের ডালে, বৃষ্টির ফোঁটা ঝুলে
গাঢ় রঙের পাপড়িতে ঐ, রঙ দিলো কে তুলে।
সবুজ পাতায় রক্তজবা, পতাকা রঙ মেখে
ফুটে আছে চুপটি করে, পাতায় মুখটি ঢেকে।
বৃষ্টি গেলো ধুয়ে মুছে, সজীবতা রেখে
রক্তজবার রূপ দেখে যাই, চোখে স্বপ্ন এঁকে।
ঝরে যাবে খানিক বাদে, তবু হাসি ঠোঁটে
বৃষ্টিস্নানে রক্তজবা,বিষণ্ণ নেই মোটে।
রক্তজবা রক্ত রঙে, সেজে থাকে ডালে
ইচ্ছে লাগে দেই ছুঁয়ে দেই, রক্ত রাঙা গালে।
জবা ফুলের দেশে আমি, হবো প্রজাপতি
বসবো গিয়ে পাপড়িতে তার, না করে তার ক্ষতি।
জবার সঙে সই পেতেছি, দুলবে জবা কানে
সুর মিলালে বৃষ্টির গানে, উচ্ছ্বলতা প্রাণে।
(ক্যানন ডি৬০০)

No comments

info.kroyhouse24@gmail.com