Breaking News

গিয়াস উদ্দিন সেলিমের প্রিয় সিনেমা দ্য রোড হোম, ছেলের শালর্ক হোমস

চলচ্চিত্রনির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এ মুহূর্তে চলছে তাঁর নির্মিত সিনেমা স্বপ্নজাল। এই পরিচালকের ছেলে ইরফান সেলিম, ঢাকার সহজ পাঠ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় সিনেমা?
গিয়াস উদ্দিন সেলিম: দ্য রোড হোম
ছেলে: শার্লক হোমস সিরিজ।
২. কার অভিনয় ভালো লাগে?
গিয়াস উদ্দিন সেলিম: অনেকের অভিনয়ই ভালো লাগে। এখন ভালো লাগছে ফজলুর রহমান বাবুর অভিনয়।
ছেলে: হিউ লরি।
৩. কোন ধরনের গান শুনতে ভালো লাগে?
গিয়াস উদ্দিন সেলিম: শচীন দেববর্মনের গান এবং রবীন্দ্রসংগীত।
ছেলে: আশির দশকের গান ও বাংলা লোকসংগীত।
৪. প্রিয় খেলা?
গিয়াস উদ্দিন সেলিম: ক্রিকেট।
ছেলে: ক্রিকেট।
৫. প্রিয় খেলোয়াড়?
গিয়াস উদ্দিন সেলিম: সাকিব আল হাসান।
ছেলে: মুস্তাফিজুর রহমান।
৬. ঘুরতে ভালো লাগে কোথায়?
গিয়াস উদ্দিন সেলিম: সবচেয়ে ভালো লাগে পাহাড়। কক্সবাজার, বান্দরবানও ভালো লাগে।
ছেলে: বন-জঙ্গলে ঘুরতে ভালো লাগে।
৭. প্রিয় বই?
গিয়াস উদ্দিন সেলিম: পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
ছেলে: শার্লক হোমস
৮. প্রিয় লেখক?
গিয়াস উদ্দিন সেলিম: রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্‌সপিয়ার, মপাসাঁ, তলস্তয় ও আহমদ ছফা।
ছেলে: শেক্‌সপিয়ার ও আর্থার কোনান ডয়েল।
৯. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?
গিয়াস উদ্দিন সেলিম: বাঙালি খাবার।
ছেলে: বাঙালি খাবার।
১০. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?
গিয়াস উদ্দিন সেলিম: জিনস, টি–শার্ট।
ছেলে: পাঞ্জাবি-পায়জামা।
১১. অবসরে কী করেন?
গিয়াস উদ্দিন সেলিম: বই পড়ি।
ছেলে: বাইরে ঘোরাঘুরি করি।
১২. বাবার কাছে ছেলের চাওয়া এবং ছেলে কাছে বাবার চাওয়া?
গিয়াস উদ্দিন সেলিম: গেম না খেলা।
ছেলে: বাবার থেকে আরও ভালোবাসা চাই।
১৩. পরস্পরের যা ভালো ও খারাপ লাগে?
গিয়াস উদ্দিন সেলিম: সন্তানের সবই ভালো, তবে সন্ধ্যা সাতটায় পড়তে বসার কথা বলে বসে বারোটার সময়।
ছেলে: খুব বই পড়ে, সেটা ভালো লাগে। আর রেগে গেলে বেশি রাগে।
সাক্ষাৎকার: তারিকুর রহমান খান

No comments

info.kroyhouse24@gmail.com