Breaking News

Translate for Learning English

Constitutional Law — সাংবিধানিক আইন
Importance of Equality in liberty — স্বাধীনতায় সাম্যের গুরুত্ব
Jurisdiction of High court — উচ্চ আদালতের এখতিয়ার বা ক্ষমতা
Impeachment of president — রাষ্ট্রপতির অভিসংশন
By election — উপনির্বাচন
Cabinet secretary — মন্ত্রীপরিষদ সচিব
Acting secretary — ভারপ্রাপ্ত সচিব
Deputy secretary — উপসচিব
Joint secretary — যুগ্মসচিব
যে স্বপ্ন দেখতে জানে=whom known see dream.
সে তা পূর্নও করতে পারে=He can fulfilled it.
আমরা মনে হয় স্বপ্ন দেখা ভুলে গেছি=I think we forgot to see dream.
যদিও যেটুকু বা দেখি তা নিজেরাই বিশ্বাস করতে পারি না=If seen very little but we can’t believe it.
তাই আমরা স্বপ্ন পূরন করতে পারি না=so we can’t fulfilled our dream.
ইংরেজি শেখা আমার স্বপ্ন=To learn English is my dream.
The sooner, the better - যত শিগগির, তত ভাল।
Next to nothing - বলতে গেলে কিছুই না।
I'm at a loss - কি বলব, ভেবে পাচ্ছি না!
Come what may - যাই হোক না কেন।
Who else do I have? - কে আর আমার আছে?
Why do you call me names? - আমাকে গালি দিচ্ছ কেন?
Can't you stay a little longer? - আর একটু থাকুন না
I'll be glad if you come again. - আপনি যদি আবার আসেন, খুশি হব।
Out of sight, out of mind. - চোখের আড়াল হলে মনের আড়াল হয়।
Better late than never - দেরি হলেও ভাল।
Let bygones be bygones - যা হয়েছে, তা ভুলে যাও।
I can't take it anymore - আমি আর সহ্য করতে পারছি না।
You made my day - তুমি আমার দিনটা আনন্দময় করেছ।
Don't put all your eggs in one basket - সব আশা এক জায়গায় রেখো না।
Time will tell - সময়ই বলে দেবে।
How long are you talking? - তুমি কতক্ষণ ধরে কথা বলতেছো?
How long are you thinking? - তুমি কতক্ষণ ধরে চিন্তা করতেছো?
How long are you writing? তুমি কতক্ষণ ধরে লিখতেছো?
How long are you waiting? তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছো?
How long are you reading? তুমি কতক্ষণ ধরে পরতেছো?
How long have you been there? তুমি সেখানে কতোক্ষন ছিলে?
How long are you watching TV? তুমি কতক্ষণ ধরে টিভি দেখতেছো?
How long are you playing? তুমি কতক্ষণ ধরে খেলতেছো?
How long are you chatting? তুমি কতক্ষণ ধরে চ্যাটিং করতেছো?

সাধারন জ্ঞান বর্তমান বিশ্ব

প্রশ্ন: পৃথিবীর কেন্দ্র কোনটি?
উঃ মক্কানগরী।

প্রশ্ন: ভূ-স্বর্গ বলা হয় কোন স্থানকে?
উঃ কাশ্মীর।

প্রশ্ন: ভূমিকম্পের দেশ কোনটি?
উঃ জাপান।

প্রশ্ন: ক্যাঙ্গারুর দেশ কোনটি?
উঃ অস্ট্রেলিয়া।

প্রশ্ন: সূর্যোদয়ের দেশ কোনটি?
উঃ জাপান।

প্রশ্ন: নিষিদ্ধ শহর কোনটিকে বলা হয়?
উঃ তিব্বতের লাসা।

প্রশ্ন: বৃহদাকার চিড়িয়াখানা কোন স্থানকে বলা হয়?
উঃ আফ্রিকা।

প্রশ্ন: নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন স্থানকে?
উঃ নরওয়ে।

প্রশ্ন: স্বর্ণের নগরী কোন দেশকে বলা হয়?
উঃ জোহান্সবার্গ।

প্রশ্ন: বিগ আপেল বলা হয় কোন স্থানকে?
উঃ নিউইয়র্ক।

No comments

info.kroyhouse24@gmail.com