Breaking News

আমি আমার মতো গুছিয়ে নিয়েছি | লেখকঃ AB. Samad

আজ হঠাৎ করে সেই চির চেনা মুখ নিজ দৃষ্টিতে বেসে উঠলো।যা দেখে প্রায়ই কিছুটা সময় নিরবাক হয়ে পরলাম।প্রায়ই তিন বছর পর সেই চির চেনা মুখটা নিজ দৃষ্টিতে নাড়া জাগালো।তার ফাকে মনে পরে গেলো প্রায়ই তিন বছর আগের কথা।
মনে পরে গেলো মেয়েটি আমাকে বলেছিল"আমি শুধু তোমার আর কারোর হওয়ার অধিকারটুকুও নেই"।
কিন্তু মেয়েটির সেই মিথ্যা কথ্যায় বা তার মিথ্যা খেলায় আমি এক পুতুলের ন্যায় তাকে আমি জীবনে অতিথীর মতো গ্রহন করে ছিলাম।কিন্তু সে যে অতিথীর মতো আচরন করে চলে যাবে তা কখনো আমি ভাবিনি।
তাই আর তার দিকে এক নাগারে চেয়ে থাকতে পারলামনা।দৃষ্টিটুকু তার থেকে সরিয়ে নিয়ে পিছের দিকে হাটা শুরু করলাম।
কিন্তু বেশি কখন হাটতে পারলামনা।বোকের বাম পাশটা যেনো প্রচন্ড ব্যাথায় বাড় ক্রান্ত হয়ে যাচ্ছে।মনে হচ্ছে নিজের অগচরে কে যেনো হাতুড়ি মেরে চলছে।যেনো বিন্দু মাত্র থামার নাম নেই।তাই বেশি কখন হাটতে পারলামনা।একটা ব্রেঞ্চে গিয়ে বসে পরলাম।কিছু কখন পরেই খেয়াল করলাম কে যেনো আমার ঠিক পাশেই বসে রয়েছে।তাই নিজ সল্প চাহনীতে সেই দিকে তাকালাম।সেই চির চেনা মুখটুকু আবারও সামনে বেসে উঠলো।না এখানে আর বেশিক্ষন থাকতে পারবোনা।তাই ব্রেঞ্চ থেকে উঠতে যেতেই সেই চির চেনা হাতের স্পর্শ আমার হাত দু'টু দরলো।আমি হাতটুকু ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম।কিন্তু হাত দু'টু আরো যেনো শক্ত করে আকরেঁ ধরে আছে আমাকে।আমি অন্যে হাত দিয়ে হাতটুকু ছুটাতে চাইলে মেয়েটি বলে উঠলো
_প্লিজ ইফতি।একটু কথা ছিলো।
মেয়েটির কথাটুকু না করে দিতে পারলামনা।কারন বোকের বাম পাশটা এক রকম ব্যাথা অনুভব করে উঠলো।তাই ব্রেঞ্চে বসে পরলাম।
_তুমি চুলগুলো কাটোনা কেনো।যে কেও দেখলে পাগল বলবে(মেয়েটি)
_পাগল তো অনেক আগেই হয়েছি তাই নতুন করে পাগল হতে চাইনা।
_তেমার মুখের হাসিঁটুকু নেই কেনো(করুনা কন্ঠ)
_কোনো এক ব্যাথায় তা আজ মলিন হয়ে গেছে
_তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছোনা কেনো
_তোমার সেই ছলনাময়ী চোখের মায়ায় আমি দ্বিতীয় বার পড়তে চাইনা।
_সেই ছলনাময়ী মেয়ে যদি এবার তোমার জীবন গড়তে আসতে চাই দিবে কি তার সুযোগ
_বাউন্ডুলে ছেলেদের জীবন গড়ার মতো কিছুই নেই।তাই সুযোগটুকুও নেই
_তুমি আগের চাইতে বদলে গেছো ইফতি
_কেও একজন জীবনটাকে বদলাতে চেয়েছিলো।তাই সেই যখন চলে গেছে তাই জীবনটাকে নিজের মতো বদলে নিয়েছি
_আমি কি তোমার লাইফে আবার ফিরে আসতে পারি ইফতি
_স্যারি।আমি নিজেকে নিজের মতো গোছিয়ে নিয়েছি।আর তুমি তো আমাকে ছেড়ে অন্যে কাওকে পেয়ে খুশি ছিলে।তুমি তো থার্ড ক্লাস ছেলেদের সাথে মিশোনা
_আমি ভুল ছিলাম ইফতি।আসলে আমি কোনো এক মায়াই আবদ্ধ ছিলাম।
আমি আবার তোমার কাছে আসতে চাই
_তার সুযোগ নেই
_আমকে তুমি বিশ্বাস করবেনা
_কিন্তু তেমাকে আমি বিশ্বাস করতে পারবোনা
_কেনো
_আচ্ছা একটা মন যদি কাচঁ হয় এবং সেই কাচঁ যদি উপর থেকে ফেলে দেও তবে কি হবে
-ভেঙ্গে যাবে
_ঠিক ততোটুকু হলো আমার মন।যা জুড়া লাগা সম্ভব নই।
কথাটা বলে মেয়েটির সামনে থেকে চলে আসলাম।আসার সময় মেয়েটির কান্না মিশ্রিত কন্ঠে বেসে আসছে"আমি তেমাকে ভালেবাসি ইফতি ভালোবাসি"।
কথাটার কোনে প্রতি উত্তর না দিয়ে চলে আসলাম।কারণ তার পুতুল খেলাই আমি দ্বিতীয় বার শরীক হতে চাইনা।কেনোনা
আমার আকাশ,আমার সবি
আমি আমার মতে
গুছিয়ে নিয়েছি।
__সমাপ্ত__
(ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

No comments

info.kroyhouse24@gmail.com