Breaking News

I LOVE YOU

একদিন স্কুলের ম্যাডামকে বললাম
I love you পরের সপ্তায় পরীক্ষার খাতায়
দেখি দশ নাম্বার কম ম্যাডামকে বললাম
আমার দশ নামবার কম কেনো.
ম্যাডাম বললো তোর বেয়াদবির
জন্য দশ নামবার কাটা হইছে।
হেডমাস্টারকে বললাম স্যার আমি আপনাকে সেই রকম ভালোবাসি
পরেদিন দেখি টিসি লেখাটার
হাতে। স্কুল থেকে বাড়িতে
গিয়ে সামনে দেখি ভাই
ভাইকে বললাম ভাই তোকে আমি
অনেক ভালোবাসি ভাই বললো দেখ নতুন
শার্ট নেওয়ার ধান্দা তাই না।
বোনকে বললাম তোকে আমি
অনেক ভালোবাসিরে
বোন বললো তোর কাপড় চোপড়
ধুবার সময় হইছে তাই না।
চাচতো বোনকে বললাম
আমি তোকে অনেক
ভালোবাসিরে চাচতো বোন বললো স্কুল থেকে টিসি পাইছোস এখন বাড়ি থেকেও
টিসি পাইতে চাস নাকি।
কপালে থাপর দিয়া চলে আসলাম
সামনে দেখি বাবা বাজারে
যাবে বাবাকে বললাম বাবা তোমাকে
আমি অনেক ভালোবাসি
বাবা বললো এখন আমার পকেটে
টেকা নাই টেকা নিবার ধান্ধা তো ভালই
করছিস। সব জায়গায় ভালোবাসা আমার
ব্যর্থ হলো কপালে বুঝি ভালোবাসা নাই
এই বলে চিন্তা করছি, আর মনে মনে
ভাবতাছি এবার মাকে I love you বলবো।
মা রান্না করছিল
মাকে গিয়ে বললাম মা আমি তোমাকে অনেক ভালোবাসি
I love you maa মা মুসকি হেসে বললো দুষ্ট
কোথাকার মা রান্না শেষে খাবার টেবিলে
সাঝিয়ে রেখেছে মাকে বললাম
মা এতো খাবার কার জন্য
মা বললো যে আমাকে
I love you বলে ছিলো তার জন্য।
আমার ভালোবাসা কেবল মা-ই দাম
দিলো। আজ মনে পড়ছে মা তোমায় কত দিন দেখিনি
দুই নয়নে তোমায় সত্যিই বলছি মা I
love you. মা পাগল ছেলে মেয়ে গুলি কই
সারা দেও তো দেখি কে কে মা। কে ভালোবাসো।♥

No comments

info.kroyhouse24@gmail.com