Breaking News

এখনো তোমায় অনেক ভালোবাসি

একটি ছেলে তিন বছর সম্পর্কের পর
মেয়েকে বলতেছে ,
ছেলেঃ আমার
মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না ।
মেয়েঃ কি ??
ছেলেঃ হ্যা , আমি আমার
জীবনকে তোমার সাথে থেকে নষ্ট
করতে পারবো না ।
মেয়েঃ তুমি এই গুলো কি বলতেছ ??? এই
রকম করো না আমার সাথে ।
আমার ভুলটা কোথায় ? প্লিস বল ।
ছেলেঃ আমি ব্রেক আপ চাচ্ছি ।
মেয়েঃ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না
ছেলেঃ কিন্তু আমার ব্রেক আপ চাই ।
এইটা বলে ছেলে টা চলে গেল ।
মেয়েটি রাত্রে বেলা অনেক
কান্নাকাটি করল ।
সে বুঝে উঠতে পারছেলিনা যে সে কি হারিয়েছে ।
এই রকম কিছু দিন যাওয়ার পর ও
ছেলেটি মেয়েটির সাথে যোগাযোগ
করলনা । তখন মেয়েটি নিজেকে অনেক
শক্ত করল । এবং সে তার
বাবমাকে তাকে বিয়ে দেওয়ার
জন্যে পাত্র দেখতে বলল ।তারপর সে অন্য
একটি ছেলে কে বিয়ে করল । সে সবসময়
ভাল থাকার চেষ্টা করত কিন্তু পারত
না ।এমনকি তার বিয়ের পর ও প্রত্যেক
রাতে সে কাঁদত সেই ছেলেটির
জন্যে যে তাকে অন্ধকারে একা রেখে চলে গেছে ।
সে এখনো বিশ্বাস করে তার সেই
মানুষটি তার কাছে আসবে ,
এবং তাকে নিয়ে একসাথে থাকবে ,কিন্তু
তা আর হল না ।বিয়ের ২ বছর পর
মেয়েটি ছেলেটির বাড়িতে গেল
তার বোনের সাথে দেখা করতে । তার
বোনতাকে ছেলেটির রুমে নিয়ে গেল
এবং তার হাতে একটি চিঠি দিল
এবং কেঁদে কেঁদে বলল , যে তার ভাই ২
বছর আগে ক্যান্সার এ মারা গেছে ।
তারপর মেয়েটি বাড়িতে গেল ,তারপর
চিঠি টি খুলে পড়তে লাগলো “জান
আমি জানি তুমি এখনো আমার
জন্যে অপেক্ষা করছ ,কিন্তু এই তা হয়ত
আমাদের নিয়তিতে নেই । তুমি মন
খারাপ করো না , আমি এই কাজ
করেছি শুধু তোমাকে শক্ত করার
জন্যে ,তোমাকে সামনে এগিয়ে যাওয়ার
জন্যে।কখনো নিজেকে দোষারোপ
করো না কোন কিছুর জন্যে ।
আমি এখনো বেচে আছি তোমার হৃদয়ের
মাঝে । আছি না ?? এবং তোমার
ভালবাসা কখনো হারাবে না ।
আশা ছেড়ো না , সবসময়
হাসি খুশি থাকবে ,তুমি জানো আমি তোমার
হাসি মুখ তা দেখতে অনেক
ভালোবাসি ।আমি সব সময় তোমার
সাথে ছিলাম , আছি , থাকব ।
[জানি না কেমন লেগেছে সত্যি কারের গল্পটা]

No comments

info.kroyhouse24@gmail.com