Breaking News

অত পর ফিরে পাওয়া |পর্ব ১

এত বড় পৃথিবীতে আজ আমি একা হয়ে গেলাম। নিজেকে খুব অসহায় বলে মনে হচ্ছে।ও কেন আমার সাথে এমন করল।আমিতো ওকে অনেক ভালোবাসি,  তবুও ও কেন আমার সাথে এমন করল ২ বছরের ভালবাকে এক নিমেসে শেষ করে দিলো।আমিতো ওকে আগে থেকে ভালোবাসিনি ও আমাকে জোর করে ভালোবাসতে বাধ্য করেছিল।তবে আজ কি এমন হলযে ২ বছরের সম্পর্ক এমন ভাবে ভেঙে দিল।।

২ বছর আগে,,,,,,

পরিচয় টা দিই আমি নীল  অনার্স ২ বর্ষে পরি ।আমর ঢাকাই থাকি। বাড়িতে মা বাবা আর আমি থাকি।

কলেজ ক্যাম্পাসে বসে একটা বই পরছি।তখনি কিছু বন্ধু এসে আমার বইটা নিয়ে নিল।তারপর বলল,,,
সৌরভ-কিরে সারাদিন এত বই পরে কি করিস।
আমি-দেখ বইটা দে।(রেগে গিয়ে)
সৌরভ-আরে রেগে যাচ্ছিস কেন।
আমি-জানিস তো আমি মজা করা একদম পছন্দ করিনা।
সৌরভ-আরে আর রাগ করতে হবেনা এইনে তোর বই ধর।
-হু।

তারপর ও খানে আর না বসে সোজা বাড়িতে চলে আসলাম।বাড়িতে এসে ফ্র়েস হয়ে ঘরে শুয়ে আছি এমন সময় মা ঘরে আসল বলল,, 

মা-নীল।
আমি-হু বলো।
মা-চল।
আমি-কোথায় যাব।
মা-ও তোকেতো বলতে ভুলে গিয়েছিলাম পাশের বাড়ি নতুন লোক এসেছে চল ওদের বাড়ি জেতে হবে।
আমি-কেন।
মা-ওরা দাওয়াত দিয়েছে তাই।
আমা-আমি জাবনা তুমি জাও।আর তুমি জানো যে আমার এই সব ভালো লাগে না।

মা আর কিছু না বলে চলে গেলেন।কিছু খন পর আমি আমার প্রাণের প্রীয় গিটার নিয়ে ছাদে গেলাম।ছাদের এর কোনো বসে আমার পছনের একটা গান গাইছি,,,,

"তুমি তুমি করে আজো কেঁদে জাই।দু চোখ বিরহ আমি পুরে ছাই"

তখনি পাশের বাড়ির ছাদে দিকে নজর গেল মনে হল কেউ জেন দেওয়ালে গা ঘেসে দাঁড়িয়ে আছে।ভালো করে বোঝা যাচ্ছে না সন্ধ্যাহয়ে গছে তাই ।তারপর মনে হল মা বলে ছিল পাশের বাড়ি নতুন লোক এসেছে।আমি অত কিছু না ভেবে আর কিছু সময় পর ছাদের থেকে নেমে আসলাম।

এমন ভাবে চলে গেল ৩ মাস পতি দিন ছাদে জাই আর মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে থাকে কিন্তু কাউকে দেখিনা।কি হচ্ছে বুঝতে পারছি না।

আজ দুপুরে ঘরে শুয়ে আছি হঠাৎ পাশের ঘর থেকে হাসাহাসির আওয়াজ আসছে।আমি মনে মনে ভাবলাম ঘরে আমি আর মা ছাড়াতো কেউ নে তা হলে।কার সাথে মা কথা বলছে।আমার একটু কৌতূহল হল দেখার জন্য।আমি বাইরে যাচ্ছি এমন সময় মা আমাকে ডাক দিলো।

আমি ঘরে ঢুকতে দেখি একটা মধ্য বয়স্ক মহিলা আর একটা মেয়ে বসে আছে।তার পর মা পরিচয় করিয়ে দিল বলল

মা-নীল উনি হলেন তোর পাশে বাড়ির আন্টি।আর ও হল ওনার মেয়ে মিম।

তার পর আমী ওনাদের সালাম করলাম এবং ওই ঘর থেকে চলে আসলাম।ঘরে এসে কিছু খন শুয়ে রইলাম।

সন্ধ্যা আগে ছাদে গেলাম।আমি যখন আসলাম তখনও আন্টিরা জাইনি।ছাদে এসে এক কোণে বসে আছি ভালো লাগছেনা।তাই এক মনে গিটার বাজাচ্ছি কিছু খন পর মনে হল আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে।তাকাতেই দেখি পাশের বাড়ির মেয়েটি।মানে মিম।আমি গিটার বাজানো বন্ধ করে দিলাম তখনি মিম বলল,,,,

মিম-কি হল গিটার বাজানো বন্ধ করলেন যে।
আমি-আপনি এখানে কি করেন।
মিম-কেন আপনার গিটার বাজানো সুনছি।পতি দিন e তো সুনি।
আমি-কি? কখন।
মিম-আপনি যখন প্রতেক দিন ছাদে এসে গিটার বাজানো তখন অামাদের বাসায় ছাদে এক পাশে বসে বসে সুনি।
আমি-ও।
এবার বুঝতে পারলাম যে আমার কেন মনে হত যে কেউ আমার দিকে তাকিয়ে আছে।তারপর মেয়েটা অনেক প্রশ্ন করল আর আমি ভদ্র ছেলে মত উওর দিতে লাগলাম,,।তারপর প্রয় দিন মিম এসে আমার গান সনে।এমন ভাবে দিন গুলো কাট ছিল।

কিন্তু কিছু দিন পর আমাদের বাড়িতে যাওয়া আসা বেড়ে গেছে।আগেতো এসে শুধু মায়ের সাথে কথা বলে চলেযেত এখন আমার সাথে ইয়ার্কি মারা শুরু করেছে।মাকে বলে মা ওর সাপোর্ট নিয়ে কথা বলে বলেযে"বাচ্চা মেয়ে ইয়ার্কিতো মারছে তুই অত রেগে যাচ্ছিস কেন"।আমি যদি মিমকে বকি তা হলে মা বলে"সরি বল না হলে আজকের খাবার বন্ধ"।তখন মনে হয় মিমই মায়ে সন্তান আর আমাকে মনে হয় কুরিষ়ে পেয়েছে।

একদিন ঘরে শুয়ে আছি এমন সময় হঠাৎ মিমের আগমন,,,

মিম-কি করেন।
আমি-দেখতে পারছেন না।আর নক না করে অনের ঘরে ঢুকতে লজ্জার করেনা।
মিম-কিসের লজ্জা নিজের ঘরে ঢুকতে কেউ লজ্জা পাই।
আমি-মানে।
মিম-অত মানে জানা লাকবেনা।আর ঘরের কি অবস্থা করে রাখেন।
আমি-আমি এই রকমি।
মিম-তাই নিকি।
আমি-হু
মিম-এখন বাইরে জান ঘরটা একটু গুছিয়ে দিই।
আমি-লাকবে না এমনি থাকুক।
মিম-ওই তুমি কি কানে কম শোনো।বাইরে জেতে বলাম না।(রাগ করে)

কি মেয়েরে বাবা এতখনে অাপনি করে বলছিল এখন তুমি করে বলছে আর যদি এখানে বেশি সময় থাকি তা হলে হয়তো.....
. কি বলবে বুঝতে পারছেনতো।

না বাইরে যাওয়াই ভালো।তারপর বাইরে গেলাম।কিছু খন পর ফিরে এসে ঘরে গিয়ে আমিত অবাক।এটা কার ঘরে আসলাম।এ আমার ঘর হতে পারে না আমি মনে হয় ভুল করে মার ঘরে চলে এসেছি।তারপর বাইরে গিয়ে আমার রুমে গেলাম না এটাও তো আমার রুম না।তা হলে আমার রুম গেল কই।রুম কি হওয়ায় উরে গেল না কি।তারপর আবার প্রথম রুমে গেলাম রুমের ভেতরের জিনিস গুল দেখে পরের বুঝতে পারলাম এটাই আমার রুম।মিম কি সুন্দর করে গুছিয়ে রেখেছে।

এমন ভাবে দিন কাটছিল।কিন্তু হঠাৎ মিমের আচরন আরো বদলে গেল আমার এখন পেছন ছারেনা।সবসময় আমার পেছনে লেগেছে থাকে।আমি কিরছি, কোথায় যাচ্ছি, কখন আসব।এক কথা আমার উপর অধিকার জমাতে শুরু করেছে।আমার একদম ভালো লাগেনা।মা কে বললেও কিছু বলেনা।না এভাবে বেশি দিন চলতে দেওয়া যাবেনা।এর একটা ব্যবস্থা করতে হবে।

এক দিন ছাদে বসে আছি এমন সময় মিম এসে আমার পাশে বসল তারপর বললা শুরু করল,,,,,,,,,

No comments

info.kroyhouse24@gmail.com