ভালোবাসা অন্ধ
♥ মেয়েঃ হায় হায় খোদা তুমি এটা কি করলে।😱
ছেলেঃ কি আর করলাম kiss খেয়েছি।😜
মেয়েঃ ছি ছি আমার হাতটা কি বলবে এখন।😜
ছেলেঃ কি বলবে শুনি।😍
মেয়েঃ বলবে তোমার bf এর বুঝি আমাকেই kiss খেতে হল।এতো সুন্দর দুটা গাল থাকতে আমাকে কেন।😜
ছেলেঃ ও তাই বুঝি।😜
মেয়েঃ হুম তাই, আরো বলেছে।😜
ছেলেঃ আর কি বলেছে।😊
মেয়েঃ বলেছে, না গো বলা যাবে না লজ্জা লাগে, দেখনা লজ্জায় আমি! না না আমার হাত লাল হয়ে গেলো।😜
ছেলেঃ এবার মেয়েটার গালে একটা kiss দিলো আর বলল এবার তোমার গাল কি বলে।😍
মেয়েঃ গাল বলতেছে তোমার bf এর বুঝি এই গালটাই ভালো লাগল তবে বাকি ঐ গালটা কি করেছে।😊😜
ছেলেঃ ও আচ্ছা তবে দাড়াও বলে বাকি গালটায় একটা kiss খেলো।😜
মেয়েঃ এভাবে একটু একটু করে সবটুকু ভালোবাসা আদায় করে নিলো, আর যখন ছেলেটা বলল এবার রিটান করো।তখন মেয়েটা বলল......😱😱
মেয়েঃ শুনো না দেখনা কয়টা বাজে বাসায় ফিরতে হবে তো, নতুবা মা বকা দিবে।😞😞
ছেলেঃ নিজের সবটুকু বুঝে নিয়ে এখন বলছ বাসায় ফিরতে দেড়ি হয়ে যাবে। বাহ রে বাহ লোকে যে বলে মেয়েরা স্বার্থপর ঠিকেই বলে।😞😞
মেয়েঃ তাই বুঝি।😜
ছেলেঃ একটু অভিমানের শুরে বলল নয়ত কি তোমার ভালোবাসা করায় গন্ডায় বুঝে নিয়ে এখন আমার বেলায় বাহানা।😞😞
মেয়েঃ হুম।তবে এবার আমি গেলাম।😊
ছেলেঃ যাও মানা করেছে কে।বলে চুপ করে গাল ফুলিয়ে বসে রইল।😡😡
মেয়েঃ আমি গেলাম কিন্তু😉😉
ছেলেঃ কোন কথা বলল না।মাথা নিচু করে বসে রইল।😞
মেয়েঃ কিছু দূর গিয়ে ফিরে এসে ছেলেটার গালে একটা kiss দিল আর বলল আমার পাগলটাকে কি আমি কষ্টে রেখে যেতে পারি নাকি।😊😊😍😍
ছেলেঃ থাক লাগবে না আর আদর করা, যাও যাও তুমি চলেই যাও।😒😒
মেয়েঃ আমার দিকে তাকাও।😍😍
ছেলেঃ না।😞
মেয়েঃ মুখটা তুলো তো দেখি নতুন জামাই।😜😜
ছেলেঃ এবার মুচকি হাসল আর বলল কার জামাই আমি।😃😃
মেয়েঃ কার আবার তোমার সামনে যে পাগলিটা দাড়িয়ে আছে তার।😜😜
ছেলেঃ হি হি হি।😆😆
মেয়েঃ হা হা হা I love u আমার পাগল।😆😆😍😍
ছেলেঃ love u to পাগলি।😍😍
(ভালোবাসা বুঝি এমনেই হয়)💜💜
No comments
info.kroyhouse24@gmail.com