Breaking News

তুমি আমাকে আর কোন দিন ফোন দিবা না

মেয়েটি রাগ করে বলল, "তুমি আমাকে আর কোন দিন ফোন দিবা না"
.
রাতে ছেলেটি আবার মেয়ে টিকে ফোন দিল।
.
মেয়েটি: ফোন দিতে না করেছিলাম না??
.
ছেলেটি: তুমি তো দিনে ফোন দিতে না করেছ।
রাতে তো ফোন দিতে না কর নি।
.
মেয়েটি: রাতেও ফোন দিবা না।
( দুই ডিগ্রি বেশি রেগে)
.
ছেলেটি:আচ্ছা (মুখ গোমরা করে)
.
তারপর মেয়েটি হতাশ হয়ে,ফোনের আশায়
মোবাইল হাতে
নিয়ে বসে থাকে। কিন্তু কোন ফোন আসল না।
পরদিন,,,,,
.
মেয়েটি : তুমি এখানে কি কর,,,???
.
ছেলেটি: তুমি তো ফোন দিতে না করেছ।
সামনে এসে কথা
বলতে তো না কর নি। তাই চলে এলাম।
.
মেয়ে টি ছেলেটিকে জরিয়ে ধরে কাঁদতে
লাগলো।
.
ভালোবাসা সেটাই যেখানে ফোন দিতে না
করলেও একটা
ফোন বেশি করা হয়। যেখানে, কথা বলতে না করার পিছনের
অভিমান আর ওই পাশের মানুষটির অপেক্ষা না বলতেই বুঝতে পারা
যায়। যেখানে ঝগড়া হয় সেকেন্ডে
সেকেন্ডে, কিন্তু
সেই ঝগড়ার মাঝে থাকে শুধু ই ওই....
পাশের মানুষটির জন্য না বলা..
ভালোবাসা💜💜

No comments

info.kroyhouse24@gmail.com