ভালোবাসা-- ভীষণ চেনা একটা শব্দ
ভালোবাসা-- ভীষণ চেনা একটা শব্দ
আমার- আপনার - সবার ,
জড়িয়ে থাকে অনেক আশা ।
ভালোবাসা--শুনলেই যেন একটা গন্ধ নাকে আসে
'জড়িয়ে থাকা'র গন্ধ, ' তৃপ্তি'র গন্ধ .
মনের সব দুঃখের দরজা যেন একসাথে হয় বন্ধ।
ভালোবাসা--ছোট্ট শব্দ
কিনতু ব্যপ্তি বিশাল।
যে বিশালতা অনায়াসে হার মানায় সমুদ্রের গভীরতাকে।
মায়ের প্রতি সন্তানের ভালোবাসা।
প্রেমিকের প্রতি প্রেমিকার ভালোবাসা ইত্যাদি ইত্যাদি ।
এমনকি হারিয়ে যাওয়া প্রাক্তনের প্রতি নিস্তব্ধ ভালোবাসা।
হ্যা সব ভালোবাসার গায়ে নেই পাওয়ার গন্ধ
নেই আশা ,
নেই ভরসা,
তবু আছে-- নিভৃত ভালোবাসা।
আমি তাকে ভালোবাসি -- খুব ভালোবাসি
সে হয়ত জানেও না তার প্রেমে রোজ ভাসি ,
মনে মনে। চুপিচুপি ।
সে হয়ত খেয়ালও করেনি
আমি তাকে রোজ দেখি
তার অগচরেই
মনে মনে।
অতি সন্তর্পণে ।
কে বলে ভালবাসতে গেলে তাকে চোখে দেখতেই হয় !
আমি তো দেখিনি বহুদিন
তাও ভালোবাসা হয়নি মলিন।
ভালোবাসি ভালোবাসি --খুব ভালোবাসি ।
রোজ ছুঁই তাকে -- সপনে ,মননে ।
পাপ-পুন্য বুঝি না
ভালোবাসায় পাপ খুঁজি না।
বিয়ে নামক লাইসেন্সটা পাওয়া হবে না জানি
তা বলে কি ছোঁব না তাকে !
নেবো না প্রেমের গন্ধ !
অনুভব করব না তাকে একবার !
লোকে হয়ত নাম দেবে বেহায়া
তাই সই
তবু যেন ভালোবাসায় রই ।
ভালোবাসা -- নাকি খুব কষ্ট দেয় !
আমার তো আবার বরাবর ভালোবসে কষ্ট পেতে ভারি ভালো লাগে
তাকে কাছে না পেয়েও রোজ শরীরে শিহরন জাগে ।
ভালোবাসা--নিশ্চুপ ভালোবাসা
হয়ত রোজই কাঁদে
কখনও বা হাসে -- নিজের মত
খামখেয়ালি ।
কখনও বা বিলাপ করে
বলে-'ওরে সুখ তুই কোথায় পালালি?
নিয়ে যা আমায় একবার। '
সুখ হেসে বলে --' যা তুই । তোর আর আমার জন্মের আড়ি।'
ভালোবাসা যেখানে সুখ নেই সেখানে
সুখ নয় তার অলংকার ।
দুঃখটাই যে বড্ড আপন
' তাকে ভালোবেসে খুব দুঃখ পেয়েছি ' ---
এটাই তো ভালোবাসার সর্বশেষ অহংকার।
No comments
info.kroyhouse24@gmail.com