পাগলী টাও মা হয়েছে
পাগলী টাও মা হয়েছে
তবে বাবা হয়নি কেউ ,
পাগলী বলে যায়নি ছেড়ে
প্রসব ব্যথার ঢেউ ৷
পাগলীর ও যে নারী
শরীর বয়ে বেড়ায় তার ,
ছেড়ে যায়নি মাসিক
নামের ব্যথার অনাচার ৷
রাস্তায় ঘুরে কাটে দিন
আর রাস্তায় কাটে রাত ,
পাগলী বলে স্বামী হয়নি
পায়নি সংসার স্বাদ ৷
পাগলী ও কী করেছিল
যৌন আহবান ?,
নাকি রাতের বেলা বেইশ্যা
হয়ে করলো শরীর দান ?? ৷
দশ মাস পাগলী
ছিল কত বেদনায় ,
পেট বেড়ে পোয়াতি
সে কিসের তাড়নায় ?? ৷
ক্ষুধায় খেল আবজ'না
কখনো ও বা না খেয়ে ,
বাচ্চা পেটে ছোটাছুটি
দেখছো কি চেয়ে ? ৷
প্রপব ব্যাথায় কুঁকড়ে ছিল
দেখেও সব কেউ দেখেনি তাকে,
হাঁউ মাঁউ করে কেঁদেও
সে পায়নি সাড়া ডাকে ৷
সেইতো বঝে প্রসব ব্যাথা
যে হয়েছে মা,
পাগলী টাও মা হয়েছে
বাবা টা কেউ না ৷
গাছ ফেটে গাছ বের'ল
কার রোপনের বীচ ?,
মেয়ে শরীর রাত্রে পেয়ে
কে ঢেলেছে বিষ ?? ৷
জন্ম নিলো যে শিশু টি
কাকে ডাকবে বাপ ?
যাকে রোজ বলবে সবাই
এ এই সমাজের পাপ !
পাগলী তাই ধমকে বলে
এখান থেকে ফুট ,
রাতের বেলা পাগলীর শরীর
করে আসে লুট ৷
কে জানে তার শরীর টাকে
আরো কতবার ?,
চুষে চিবিয়ে খেয়েছে
কতো জানোয়ার ৷
পুরুষ গেলো শরীর খেয়ে
নিয়ে গেলো স্বাদ ,
কস্টো পেয়ে মরলো শুধু
পাগলী মায়ের জাত ৷
রাতের বেলা নারী শরীর
ভোগ্য পন্যময়,
তাই নিজেকে আজ পুরুষ ভাবতে
বড়োই লজ্জা হয় ৷
No comments
info.kroyhouse24@gmail.com