তোমাকে কি দোষ দিবো বলো ?...
তোমাকে কি দোষ দিবো বলো ?...
ভুলটাতো আমার ছিল, যে আমি তোমাকে ভালবেসেছিলাম।
তখন বুঝিনি যে আমি -
এক মেঘের পিছু নিয়েছিলাম যা হয়তো মিলিয়ে যাবে। বুঝিনি যে তুমি আকাশের বুক থেকে খসে পরা এক টুকরো তারা যা কিছুক্ষন পর নিচিহ্ন হয়ে যাবে।
হ্যাঁ, ভয় ছিল আমার মনে যদি তোমাকে আমি হারিয়ে ফেলি। ভাবতাম যদি সত্যি তুমি হারিয়ে যাও। কিন্তু বুঝতে পারিনি একদিন আমার ভাবনাটাই সত্যি হবে। সত্যি আমি এক কল্পনাকে ছুতেঁ ছেয়েছি.....!!!
No comments
info.kroyhouse24@gmail.com