Breaking News

বিশ্বাস থেকে ভালোবাসা হয়

Girl : হায়?

Boy : হ্যালো !!

Girl : ভালো আছতো তুমি?

Boy : হয়তো না, তোমায় নিয়ে !

Girl : এই কি ভাবছো? প্লিজ প্লিজ প্লিজ বলো আমাকে !!!

Boy : তুমি সবসময় বল তুমি আমায় খুব বিশ্বাস কর তাই না ?

Girl : হ্যাঁ খুব বিশ্বাস করি!কিন্তু হঠাৎ একথা কেনো জিজ্ঞেস করছো কি হয়েছে ?

Boy : যদি আমি তোমায় ছাদ থেকে লাফ দিতে বলি, তুমি কি লাফ দিবে?

Girl : হ্যাঁ দু চোখ বুজে লাফ দিবো

Boy : কেনো?

Girl : আমি জানি তুমি আমাকে মরতে দিবেনা, আমি লাফ দিলে, তুমি আমার হাত ধরে ফেলবে আমাকে কিছুতেই নিচে পরতে দিবেনা তুমি।

Boy : যদি না ধরি?

Girl : তখন নয়তো এই বিশ্বাস নিয়ে মরে যাবো, তুমি আমার হাতটি ধরতে খুব চেষ্টা করেও পারনি, আমাকে বাঁচাতে!

Moral: বিশ্বাস ভালবাসার মূলভিত্তি ! যে ভালবাসায় বিশ্বাস নেই সেই ভালবাসা কখনোই চিরস্হায়ী হবে না…!!

No comments

info.kroyhouse24@gmail.com