অতঃপর ফিরে পাওয়া | পর্ব ৩
আপনারা কি ভাবছেন কী হয়েছে।ও আপনারা কি করে বলবেন আপনারা তো বলতে পারবেন না।আমি বলছি।যখন মিম কে জড়িয়ে ধরে ছিলাম।তখন দরজাটা খোলা ছিল আর দরজা খোলা থাকলে কি হয় জানেন তো।মিমের মা বাবা দেখে ফেলেছে।কি লজ্জা আমিতো লজ্জায় কি করব বুঝতে পারছিনা।তাই দেখে আংকেল আন্টি দর জার সামনে থেকে সরে গেল।
মিম কে আজ ৩ দিন পর বাড়ি আনা হল।এখন ও পুরোপুরি সুস্থ।
মিম এখন বাইনা ধরে ওকে ঘুরতে নিয়ে জেতে হবে।এক সাথে রাতে চন্দ্র বিলাশ করতে হবে।রাস্তা দিয়ে হাটার সময় ওর হাত ধরে হাঁটতে হবে।ওর এই সব চাওয়া গুলো পূরণ করতে আমারো ভালো লাগে।কারণ আমিও যে ওকে খুব ভালোবেসে ফেলেছি।আমি ওর উপর পুরোপুরি নিরভর শিল হয়ে পরেছি।এমন ভাবে ভালোই চলছিলো আমাদের দিন গুল।এমন ভাবে কেটে গেল প্রায় ২টো বছর।
হঠাৎ করে কিছু দিন ধরে দেখছি মিম আমার সাথে ভালো ভাবে কথা বলেনা।আমাদের বাড়িতে ও আসেনা, আমার ফোনও করেনা।আর আমি ফোন করলে বলে যে "একটু ব্যস্ত আছি পরে কথা বলব"আমি বুঝতে পারছি না কি হল ওর আমার সাথে যারা কথা না বললে দিন কাটতো না।আমাকে এক বার দেখার জন্য আমাদের বাড়িতে চলে আস্ত ।সে এখন আমার ফোন টিকঠাক ধরেনা ।ফোন ধরলেও কোন অজুহাত দেখিয়ে কথা বলেনা।এখন আর আমাদের বাড়িতেও আসেনা।আমি কি করবো বুঝতে পারছি না।আমি ওদের বাড়িতেও গিয়েছি কিন্ত ও আমার সাথে দেখা করেনি।এমন ভাবে দিন কাটছিল।
হঠাৎ আজকে মিম আমার কাছে ফোন করল আমি ফোন রিসিভ করে বললাম ,,,,,
আমি-হ্যালো মিম।
মিম-হু।
আমি-তোমার কি কিছু হয়েছে।
মিম-না।তুমি আমার সাথে আজ বিকেলে ৫ টায় দেখা করবা।
আমি-ঠি,,,,,,,,,,
আমার কিছু বলার সময় না দিয়ে ফোনটা কেটে দিল।তারপর আমি বসে বসে ভাবছি কি বলবে আমার মাথায় আসছেনা কি বলবে। তাই আর বেশি না ভেবে নি জের কাজে মন দিলাম।
বিকেল ৫:১৫ আমরা সবসময় যেখানে দেখাকরি সেখানে বসে আছি এখন মিম আসেনি।ওইতো মিম আসছে এসে অামার পাসে বসল।
কিছু খন নিরা বতার পর আমিই প্রথম জিজ্ঞেস করলাম,,,,,,,,
-মিম কি হয়েছে।
---(চুপ)
-তুমি আগের মত আমার সাথে কথা বলনা।আমার ফোন ধরোনা।sms এর রিপ্লাই দেওনা।
-নীল আমি আর এই রিলেশন টা রাখতে চাই না।
-(আমিকি ঠিক সুনলাম না না আমি ভুল সুনেছি)কি।
-হু।আমি আর এই রিলেশন টা রাখতে চাই না।
-মিম তুমি এ সব কি বলছ।
-আমি ঠিকই বলছি।
-আমার কি কোন ভুল হয়েছে।(ওর হাত ধরে)
-না তোমার কোন ভুল হয়নি।কিন্ত আমি আর এই রিলেশন টা রাখতে চাই না।
-কেন।
-আমি অন্য কাউকে ভালোবাসি
-(আমি চুপ করে আছি)
-আমি যার সাথে এখন রিলেশন করেছি যে আনেক বড় লোক, সে আমাকে অনেক সুখে রাখবে ।তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তা হলে আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না ।এই বলে মিম চলে যাচ্ছে ।
আমি শুধু ওর চলে যাওয়ার পথে তাকিয়ে আছি।আর আমার চোখদিয়ে অবিরাম অস্রু ঝরছে।আমি কি করব বুঝতে পারছি না।মিম এটাকি বলে গেল আমি এখন বিশ্বাস করতে পারছি না।আমি পারকে কিছু খন বসে থেকে চলে অসলাম বাড়িতে।বাড়িতে এসে সোজা নিজের ঘরে যেয়ে শুয়ে পরলাম।অনের কান্না আসছে।কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পরেছি টেরি পাইনি।
ঘুম ভাঙ্গল মার ডাকে।উঠে ফ্রেস হয়ে ছাদে গেলাম।পরন্তু বিকেলের সূর্য আস্ত যাচ্ছে।আমার এটা দেখতে খুব ভালো লাগে কিন্তু আজ কিচ্ছু ভালো লাগছে না।কি করব কিন্তু খন পরে নিচে চলে আসলাম।নিচে এসে শুয়ে পরলাম মা অনেক বার খেতে ডেকে ছিল কিন্ত আমি মানা করে দিয়েছি।
কিছু দিন পর,,,,
এখন আমি বসে আছি রাস্তার ল্যাম্পস্টের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে আছি।(আর. আমার সঙ্গী হয়েছে জ্বলন্ত সিগারেট)আরসেই দিনের পর মিম আমার কোনো খোজ নেই নি।আনেক বার ওকে ফোন করেছি।কিন্তু ওর ফোন বন্ধ।এখন ওর আর আমাদের বাড়িতে থাকেনা।অন্য জাই গাই চলে গেছে।তাই ওর খোজ নিতে পারিনা।মাঝ খানে এক বার দেখা হয়ে ছিল দেখছি লাম একটা ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। হয়তো এই সে ছেলে।যার জন্য ও আমাকে ছেরে চলে গেছে।আমিও তার পর থেকে ওর কোনো খোজ নিইনি।শুনে ছিলাম কিছু দিন পর ওরা না কি বিদেশে যাবে।
-এমন ভাবে চলছিল আমার দিন গুলো।সারাদিন নেশায় ডুবেথাকি।সিগারেট এখন আমার এক মাএ ভালো বাসা হয়ে দারিয়েছে।মা আমার,এই আবস্থা দেখে কান্না করে আর বলে যা হয়েছে সবভুলে যেতে।"তা কি কোনো দিনো সম্ভব সবাই কে কি আর ভোলা যায়।কিছু কিছু মানুষ মনে মধ্যে এমন ছাপ রেখেযাই যা ইচ্ছে হলেও মোছা যায় না"মিম ও সেই রকম আমার মনে সারা জীবনের জন্য তার ছাপ রেখে গেছে।আর সে ছাপ আমার পক্ষে মোছা কোনো দিনো সম্ভব না।হয়তো ওকে ছার আমার জীবনটা চলে যাবে ওকে মনে করে সারা জীবন কাটিয়ে দেব কিন্তু যদি আমি ওকে ভুলে যায় তা হলে আমি নিশ্চিত আর এই পৃথিবীতে থাকব না।
আজ প্রথম ৬ টা মাস হয়ে গেল মিম এর সাথে দেখা হয়নি।কথা হয়নি খুব কষ্ট হয় তবুও কিছু করার নেই।ও ওর সাথে যোগাযোগ করতে মানা করেছে।
আমি আজ ঘরে বসে আছি ।তখনি আমার ঘরের কেউ দরজা ধাক্কা দিচ্ছে আমি দরজা খুলে দিতেই,,,,,,,,,,,,,,,
No comments
info.kroyhouse24@gmail.com