কবর যিয়ারতের দোয়া
কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করলে এ দোয়া পাঠ করতে হয়।
আস্সালামু আলাইকুম ইয়া আহলালকুবূর
অর্থঃ হে কবর বাসীগণ। তোমাদের উপর শিন্তিবষিত হোক।
এর পর কবর যিয়ারতের নিয়ত থাকবে দাঁড়িয়ে সর্বৃ প্রথম এ দোয়া পড়বে।
উচ্চারণঃ আসসালামু আলাইকুম ইয়া আহ্তালদিয়ারি মু’মিনীনা ওয়াল মু’মিনাত ওয়াল মুসলিমীনা ওয়ার মুসলিমাত ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুনা আসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ।
এরপর দরূদ শরীফ, সূরায়ে ফাতেহা, ইখলাছ, নাছ, ফালাক, কাফিরুন ইয়াসিন, ও সূরায়ে মূলক ইত্যাদি সূরা এবং কোরআনের অন্যান্য আয়াত যতটুকু সম্ভব হয় দিলাওয়াত করে তার ছওয়াব তাদের রুহের মাগফিরাতের জন্য দান করে দিবে। যদি কেও ইচ্ছে করে তবে হাত উঠিয়ে স্বীয় মনোবাঞ্ছা আল্লাহর কাছে বলতে পারে, তবে কবরস্থানে হাত না উছিয়ে দোয়া করাই ভালো।
No comments
info.kroyhouse24@gmail.com