Breaking News

আল কোরআনে দোয়া

যে আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন, আমাদের সার্বিক প্রয়োজন কেবলমাত্র তিনিই পূরণ করছেন, আমাদের সকল কাজের হিসাব পরিশেষে তারই কাছে দিতে হবে এবং একমাত্র তিনিই আমাদেরকে আমাদের কর্মের বিনিময়ে দিবেন, সেই আল্লাহ তা’য়ালার কাছে কিভাবে ফরিয়াদ জানাতে হবে, সে ভাষা ও পদ্ধতিও তিনিই শিখিয়ে দিয়েছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পবিত্র কোরআন অবতীর্ণৃ করে তিনি জানিয়ে দিয়েছেন যে, তার কাছে কিভাবে কোন ভাষায় আবেদন করতে হবে।তার কাছে যেভাবে এবং যে মান বজায় রেখে চাওয়ার প্রয়োজন, বান্দা যেনো সেই মান বজায় রেখে চাইতে পারে, এ জন্য করুণাময় আল্লাহ তা’য়ালা শিক্ষা দিয়েছেন।


মাহান আল্লাহর দরবারে যে কোন ভাষাভাষীর অতি সাধারণ মূর্খৃ লোকও নিজের ভাষায় আকুতি পেশ করে এবং আল্লাহ তা’য়ালা তা শোনেন ও মঞ্জর করেন। চাকরী প্রার্থৃনার জন্য মানুষ বিভিন্ন স্থানে নিজ হাতে লিখিত আবেদন পত্র প্রেরণ করে থাকে। কিন্তু সরকারী বা বেসরকারী বড় বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন পত্র ছাপানো হয়, আবেদনকারী তা পূরণ করে নিচে নিজের নাম দস্তখত করে দেয়। অনুরূপভাবে মহান আল্লাহ তা’য়ালাও আবেদন পত্র ধরনের দোয়া পবিত্র কোরআনের মাধ্যমে বান্দকে দান করেছেন। বান্দা যদি প্রবিত্র কোরআনের সেই আবেদনমূলক দোয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করে তাহলে আল্লাহ তা’য়ালা খবই খশী হন এবং মঞ্জর করেন। আমরা পবিত্র কোরআন থেকে দোয়াসমূহের কয়েকটি এখানে উল্লেখ করলাম।


No comments

info.kroyhouse24@gmail.com