Breaking News

ভালোবাসার কোন রং নেই

মেয়ে ঃ তুই একটা পাগল।
ছেলে ঃ হুম তোর জন্য।
মেয়ে ঃ যা দুষ্টু।
ছেলে ঃ আমি তো তোর দুষ্টু!শুধু
তোর
মেয়ে ঃ ভালিবাসিস???
ছেলে ঃ কেন...?? সন্দেহ আছে
নাকি??
মেয়ে ঃ হুম আছে
ছেলে ঃ কিসের সন্দেহ
মেয়ে ঃ একদিন আমাকে ভুলে জাবি
জানি।
ছেলে ঃ আর কী জানিস
মেয়ে ঃ আর জানি অনেক দূরে
হারিয়ে জাবি।
ছেলে ঃ আর?
মেয়ে ঃ আর জানি আমাকে একটু ও
মিছ করবি না।
ছেলে ঃ আর?
মেয়ে ঃ আর বলবো না যা
ছেলে ঃ বল না শুনি। খুব
ভাললাগছে শুনতে।
মেয়ে ঃ ভালতো লাগবেই সত্যি কথা
যে।
ছেলে ঃ কানের নিচে দুইটা খাবি?
এতো বেশি বেশি বুঝিস
কেনো?
মেয়ে ঃ রেগে জাচ্ছিস কেনো??
ছেলে ঃ রাগ করিনি ব্যাথা
পেয়েছি।
মেয়ে ঃ কোথায় দেখিতো?
ছেলে ঃ বুকে কান লাগিয়ে দেখ
ভেতোর টা কাঁদছে।
মেয়ে ঃ কই দেখি? হাত টা বাড়া
জড়িয়ে ধর শক্তো করে বুকে
মাথা রাখি।
ছেলে ঃ আয় বুকে আয়। এভাবেই
বুকে আগলে রাখবো তোকে
সারাজীবন।
মেয়ে ঃ (কাঁদতে কাঁদতে) I love you
পাগল I love you
ছেলে ঃ I love you too আমার
পাগলি।

No comments

info.kroyhouse24@gmail.com