Breaking News

মিহি ভালোবাসা

ধোঁয়াবিহীন ছাই ভাসে ভালোবাসা ওড়ায়
ছাই কি আর ধরা যায় পলকেই মিলায়।
ভালোবাসি ভালোবাসি জপে চলে
উড়ে চলা ছাইকণা
ভালোবাসা উত্তরে চুপ থাকে,
অভিমানে চোখ বোঁজে
বলে, কেন তবে ছাই হলে কষ্টকে ভয় পেলে!

বলেছিলাম,আমি তপ্ত- দেহ যে আগুনের তৈরী
পুড়ে যেতে পার তুমি,এলে কোন বাতাস বৈরী।
তারপর ও তুমি কিছু বারণ কি শুনলে?
কাছে এসে পুড়ে ছাই হয়ে ভেসে তুমি গেলে!

অনুনয়ে দেবী ভেনাসেরে করে প্রার্থনা
এইবার বর দাও আর চাইবনা।
দেবী তারে ফুঁ দিয়ে করে দিল
তুচ্ছ এক জড় ছাইদানী,তারপর
জঠরেতে ধরে রাখে সমস্ত ছাইকণা
ছাইদানী ভালোবেসে বলে তারে
যে আগুনে পুড়ে ছাই হলে তুমি সখা
সেই অলুক্ষুনে আগুন আর হইবনা।

লেখিকা : তামান্না

No comments

info.kroyhouse24@gmail.com