Breaking News

প্রত‍্যাশা

প্রত্যাশা গুলো সবসময় আর্থিক কেন্দ্রীক হয় না!
কিছু কিছু প্রত্যাশা আছে, যে গুলো না চাইলেও প্রিয় মানুষ গুলোর কাছে থেকেই যায়!
চলতি পথে যখন হুচট খেয়ে পড়ে যাবো, তখন কেউ একজন বলুক উঠে দাঁড়াও!এটাই প্রত্যাশা!

প্রিয় মানুষ গুলোর সাথে অভিমান করে যখন না খেয়েই পাশ কাটিয়ে শুয়ে থাকবো, তখন কেউ একজন খাবার তুলে খাইয়ে না দিলেও অন্তত বলুক কিছু খেয়ে ঘুমোও!এটাই প্রত্যাশা!

বিদায়ের সময় কেউ একজন বলুক সাবধানে যাবে,আর পৌঁছেই আমাকে জানাবে! এটাই প্রত্যাশা!

আমার ব‍্যর্থতার সময় যখন সবাই দূরে সরে যাবে, তখন কেউ একজন অনূপ্রাণিত করুক! উৎসাহ জাগিয়ে বলুক, তোমাকে সফল হতেই হবে! এটাই প্রত্যাশা!

মাঝে মাঝে যখন কিছু ভূল করে ফেলবো তখন কেউ একজন শাসন করুক, ভূল গুলো ধরিয়ে দিয়ে শুধরে দিক! এটাই প্রত্যাশা!

জীবনের অশুভ সময় গুলোতে যখন বিপদে নিজের উপর আস্থা হারিয়ে ফেলবো,, তখন কেউ একজন হাতের মুষ্ঠি চেপে ধরে বলুক,পাগলী ভয় পেয়োনা! আমি আছিতো পাশে! এটাই প্রত্যাশা!

যখন সবার থেকে অনেক দূরে চলে যাব, তখন কেউ একজন খোঁজে বের না করলেও যেন অনুভব করে! আমাদের একসাথে কাটানো মূহূর্ত গুলো কে যেন ফিরে পেতে চায় আরো একবার! এটাই প্রত্যাশা!

অনেক কষ্টের মাঝেও যখন সবার সাথে হাসিমুখে বলতে হয় আমি ভালো আছি, তখন কেউ একজন বোঝে নিক আমি ভালো নেই! আমার ভালো থাকার মাঝেই যে অনেক কষ্ট লুকিয়ে আছে! এটাই প্রত্যাশা!

এই যে এতো শত প্রত‍্যাশা এগুলো কখনো অর্থ দিয়ে হয় না! কিন্তু তারপরেও এই প্রত্যাশা গুলো অনেক বেশি দামী!যা সবাই হয়তো পায় না!
আর এই প্রত্যাশা গুলোর অবহেলাই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়!! আপনার এই তুচ্ছ হেয়ালীপনাই সম্পর্ক গুলোর মধ্যে অনেক দূরত্ব তৈরি করে দেয়!!
আমরা কি পারি না প্রিয় মানুষ গুলোর এই ছোট ছোট প্রত‍্যাশা গুলো পূরণ করতে!!!

No comments

info.kroyhouse24@gmail.com