Breaking News

বেয়াদব মেয়ে

কত্ত বেয়াদব তোমরা ওগো
সে তো জানো না,
ছেলেদের হক সেটা
তোমরা কেন বুঝনা ?
মেয়ে হয়ে মেয়ের বুকে
দিয়েছো যে হাত ,
নাই কি তোমার লজ্জা শরম
নাই কি তোমার লাজ  ?
পুরুষ হয়ে মুখটি ঢাকি
লজ্জাতে লাল হয়ে ,
করো করো মেয়ে তুমি
ছেলে দেখে বিয়ে ।
হাতটি সরাও মেয়ে তুমি
বুকের উপর থেকে ,
ওড়না দিয়ে ঐ মেয়েটির
বুকটা রাখো ঢেকে ।
হবেই হবে এক দিন
তোমাদেরও বিয়ে ,
মনের যত ইচ্ছা কইরো
স্বামীর ঘরে গিয়ে ।

No comments

info.kroyhouse24@gmail.com