Breaking News

কিছু কিছু ভয় একটা মানুষকে বাঁচিয়ে রাখে

কিছু কিছু ভয় একটা মানুষকে বাঁচিয়ে রাখে, মৃত্যুর
ভয়ও তেমনি। কিছু কিছু ভয় একটা মানুষকে
শক্তিশালী করে, হারিয়ে যাবার ভয়ও তেমনি। সত্যি
কথা বলতে, যখন আপনার ভিতরে 'অতীত' হয়ে
হারিয়ে যাবার ভয় কাজ করবে, তখনই আপনি 'ইতিহাস'
হিসেবে আবির্ভূত হবার শক্তি অর্জন করবেন।
মনে রাখবেন, জীবন একটা ক্রিকেট খেলার
মত। কিন্তু এ খেলার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে।
এ খেলায় আপনি ব্যাটসম্যান, আপনার সামনে
বোলার আপনার জীবন। আপনার পেছনে
কোনও স্ট্যাম্প নেই, চারপাশে আর কোনও
ফিল্ডারও নেই।
এখন প্রশ্ন হলো, আপনি কি কখনও আউট
হবেন? না।
আপনার বোলার জীবন আপনাকে একটার পর
একটা ঘটনার সামনে আপনাকে ফেলে আউট
করতে চাইবে। কিন্তু ভুলে যাবেন না যে
আপনার পিছে কোনও স্ট্যাম্প নেই আর
চারপাশে কোনও ফিল্ডার নেই; আর তাই আপনার
আউট হবার কোন আশংকাও নেই। আপনি তখনই
আউট হয়ে যান, যখন আপনি সিদ্ধান্ত নেন যে
আপনি আর খেলবেন না। মাঠের একেবারে
বাইরে কারা থাকেন? দর্শক।
তাদের কাজ কী? বোতল ছুড়ে মারা। কিন্তু একটা
দর্শকের পক্ষে কী কখনো স্টেডিয়ামের
আসনে বসে মাঠের মাঝখানে বোতল ছুড়ে
মারা সম্ভব? না। তাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার
পিচে আছেন, আপনার স্বপ্নের ট্র্যাক ধরে
আগাচ্ছেন, ততক্ষন বাইরের দর্শকদের
বোতলের আঘাত আপনার কাছে পৌছাবে না। কিন্তু
যখন আপনি মাঠের বাইরে যাচ্ছেন খেলা
ছেড়ে, তখনি আপনি দর্শকদের আক্রমণের
নাগালে নিজেকে নিয়ে যাচ্ছেন আর কষ্ট
পাচ্ছেন। খেলা শুরু হলো
জীবন আপনার সামনে প্রথম বল করলো।
জেএসসি! ছক্কা মারতে গিয়েও পারলেন না! ভয় নেই, আপনি আউট হননি ২য় বল করলো এসএসসি! এটা পারলেন না!চিল ধরলাম প্রথম ৫টা বলের একটাতেও ব্যাটে বলই ছোয়াতে পারলেন না। কিন্তু পাঁচটা বল কিন্তু আপনাকে শিখিয়েছে কীভাবে শক্ত হতে হয়। এবার ষষ্ট বল! ষষ্ট বলে ছক্কা!!!!!! শেষ একটা বলেই আগের সব ব্যর্থতা ঢেকে গেলো। এবার একটা প্রশ্ন, এক ওভারে আপনার রান কতো??? কত বললেন??? ছয়???? ভুল !!!!!
আপনার রান হচ্ছে ২৬। আগেই বলেছিলাম, মাঠে
তো কোনও ফিল্ডারই নেই তাই প্রতিটা বল আপনি
মিস করলেও সেটা পিছন দিয়ে চার হয়ে গেছে
আর আপনার স্কোরবোর্ডে জমা হয়েছে।
আপনি জীবনে কিছু মিস করলেও, কিছু ভুল
করলেও সেটা আপনার জন্য প্রাপ্তি।
আর শেষ কথা হলো, জীবনটা টি-টুয়েন্টি খেলা
না, টেস্ট খেলা। এখানে রান করার চেয়ে টিকে
থাকাটা গুরুত্বপূর্ণ! আর টিকে থাকলে, রান এমনিই
আসে। কিন্তু টিকেই বা থাকবো কীভাবে? আমি
প্রতি মুহুর্তে হারিয়ে যাবার, বিস্মৃত হয়ে যাবার ভয়
পাই। ভয় আমাকে সতর্ক করে, সচেতন করে
আর শক্তিশালী করে। যখন হারিয়ে যাবার ভয়টা
সবচেয়ে বেশি, তখন টিকে থাকার স্পৃহাটাও
সর্বোচ্চ। আমি কিন্তু ভয় নিয়ে বাঁচি না, আমার
ভয়ের জন্যই বাঁচার মত বাঁচার প্রেরণা পাই। 


No comments

info.kroyhouse24@gmail.com