Breaking News

অসাধারন একটা গল্প

রিয়াদ:-তোমার বাসা কোথায়?
"পুরানা পল্টন"
রিয়াদ:- নিশ্চয়ই নিজেদের বাড়ি?
"হুম"
রিয়াদ:- আর আমি থাকি বাপের বাসায়"
রিয়াদ:- খাওয়া দাওয়া সবসময় কি বাসায় কর?
"না। বেশিরভাগ সময় রেস্টুরেন্ট এ"
রিয়াদ:- নিশ্চয়ই চাইনিজ,থাই,ইন্ডিয়ান ?
হুম"
রিয়াদ:- আর আমি দুপুরে ও রাতে বাসায় বুয়ার রান্না করা খাবার খাই আর সকালে হোটেলে ৩০ টাকার নাস্তা "
রিয়াদ:- তা রাস্তায় চলাফেরা কর কি দিয়ে?
"প্রাইভেট কার"
রিয়াদ:- নিশ্চয়ই BMW অথবা এলিয়েন
"হুম"
রিয়াদ:- আর আমি সবসময় বাস এ খুব বিপদে পড়লে মাঝে মাঝে বন্ধু রুমেলের বাইক দিয়ে।
রিয়াদ:- শপিং এ যাওয়ার পরিমাত্রা কত?
"মাসে দুইবার মিনিমাম"
রিয়াদ:- নিশ্চয়ই ড্রেসগুলো অনেক দামী?
"মোটামুটি দামী"
রিয়াদ:- আর আমি বছরে ম্যাক্সিমাম দুইবার,যাই নিউমার্কেট, সস্তায় পেয়ে যাই"
রিয়াদ:- কাউকে কিছু একটা গিফট করলে দেশ থেকে কিনে দাও?
নাহ, বিদেশ থেকেই বেশি দেই
যেমন মালয়েশিয়া, ভারত থেকে,
রিয়াদ:-আর আমি সমুদ্রসৈকত থেকে মাত্র ১২ টাকা দামের গলার হার ছাড়া আর তেমন কিছুই সম্ভব না
রিয়াদ:- সমুদ্রসৈকতে তোমার নিজের ২টা হোটেল আছে? তুমি ফ্লাইট এ যাও?
হুম,
রিয়াদ:- আর আমি উদয়ন ট্রেনে অথবা বাসে যাই এবং কম দামের হোটেলে ভাড়া করে থাকি।

রিয়াদ:- আমাকে পছন্দ কর?
হুম,করি"
রিয়াদ:- পছন্দ কর ভাল কথা। কেন কর?
আপনি অনেক সিম্পল তাই। শুধু পছন্দই করিনা ভালো...
রিয়াদ:- চুপ! শোন মেয়ে,একদম স্ট্রেইট বলে দিচ্ছি তোমার আমার সম্পর্কের কোন ভবিষ্যৎ অন্তত আমি দেখতে পাচ্ছিনা ...কারন তোমার আমার আকাশ পাতাল ব্যবধান, ইচ্ছে হলেই তোমার আঙুলের ইশারায় ৮/১০ টা রিয়াদ উড়ে আসবে, আবার ইচ্ছে হলেই দূরে ঠেলে দিতেও তোমার বিন্দুমাত্র কষ্ট অনুভব হবেনা,
তুমি এখন আসতে পার ...
বলে সামনের দিকে হাটতে লাগলাম... এবার পিছু ফিরে দেখলাম .. তার চোখ দিয়ে পানির স্রোত ..আকাশ থেকে একটা কথা ভেশে আসল,,
"রিয়াদ তুই এত নিষ্ঠুর না হলেও পারতি" -পিছনদিকে তাকিয়ে আমিও বলেছিলাম
"নারে আকাশ,বাস্তবতা এত নিষ্ঠুর না হলেও পারত"

No comments

info.kroyhouse24@gmail.com