আব্রাহাম লিংকন প্রথম যেদিন প্রেসিডেন্ট
আব্রাহাম লিংকন প্রথম যেদিন প্রেসিডেন্ট হয়ে পার্লামেন্টে ভাষন দিচ্ছিলেন তখন এক ভদ্রলোক দাড়িয়ে বললেন, "লিংকন সাহেব ভুলে যাবেন না আপনার বাবা আমাদের পরিবারের জন্য জুতা তৈরি করে দিতেন ।কারন একজন মুচির ছেলেকে প্রেসিডেন্ট হিসেবে অনেকেই মেনে নিতে পারেননি ।"
.
একথা শোনার পরে সবাই চুপ হয়ে গেলেন কিণ্তু লিংকন মোটেই বিচলিত হলেন না ।লিংকন লোকটির চোখে চোখ রেখে বললেন, "আমি জানি স্যার আমার বাবা আপনার কেন এখানে অনেকেই আছেন যাদের পরিবারের জন্য জুতা তৈরি করতেন ।এজন্য আমি গর্বিত বাবা ছিলেন জুতা তৈরির জন্য জিনিয়াস । সে কাজকে কখনো ছোট করে দেখতেন না ।বাবা ছিলেন জুতা তৈরির নিপুন কারিগড় ।আজও পর্যন্ত তার কোন কাজের সমালোচনা হয়নি কারন তিনি কাজ করতেন শুধু গ্রহিতার সন্তেষ্টির জন্য নয় নিজের সন্তেষ্টির জন্য ।আপনার যদি কোন অভিযোগ থাকে তাহলে বলুন আমি আপনাকে এক জোড়া জুতা তৈরি করে দেব আমি ও ভাল জুতা তৈরি করে পারি ।"
.
একথা শোনার পর লোকটি লজ্জায় মাথা নিচু করে রইলেন ,তখন লিংকন বললেন, "কোন কাজকেই ছোট ভাববেন না কাজকে সম্মান করুন তা না হলে সারা জীবন অন্যের দয়ায় বাচতে হবে ।একজন রুইমাছ দিয়ে খায় তা দেখে হিংসা না করে পারলে আপনি কৈ মাছ দিয়ে খান ।ভাল কাজের প্রসংশা করুন মন্দ কাজ বর্জন করুন ।"
No comments
info.kroyhouse24@gmail.com