Breaking News

বাড়ী থেকে বের হওয়া ও বাড়িতে প্রবেশ করার দোয়া

 বাড়ী থেকে বের হওয়ার সময় পড়ুন।
উচ্চরণঃ বিসমিল্লাহি তাওয়াককালতু ‘আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইল্লাবিল্লাহ্।
অর্থঃ আল্লাহ তা’য়ালার নাম নিয়ে তারঁই প্রতি ভরসা করে বের হলাম । আল্লাহ তা’য়ালার অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে কোন শক্তি সমর্থৃ নেই।(আবু দুউদ, তিরমিযী)

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী ’আঊযুবিকা আন আদ্বিল্লা আউ উদ্বাল্লা, আউ আযিল্লি, আউ আযিল্লা, আউ উযাল্লা, আউ আযালিমা, আউ উযলামা,  আউ ইয়ূজহালা ’আলাইয়্যা।

অর্থঃ হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থৃনা করছি অন্যকে পথভ্রষ্ট করতে অথবা কারো দ্বারা আমি পথভ্রষ্ট হতে, আমি অন্যকে পথঙ্খলন করতে অথবা অন্যের দ্বারা পদঙ্খলিত হতে, আমি অন্যকে নির্যাতন করতে অথবা অনোর দ্বারা নির্যাতিত হতে এবং আমি অন্যকে অবজ্ঞা করতে বা নিজে অপরের দ্বারা অবজ্ঞা হওয়া থেকে।
(তিরমিযী, ইবনে মাজাহ্)


বাড়িতে প্রবেশ করার সময় এই দোয়া পড়ুনঃ
উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিসমিল্লাহি খরাজানা, ওয়া ‘আলা রাব্বিনা তাওয়াক্ কালনা।

অর্থঃ আল্লাহর নামে আমরা প্রবেশ করি, তার ওপরই আমরা ভরসা করি। এরপর পরিবারের সদস্যদেরকে সালাম দিতে হবে।

(আবু দাউদ)


No comments

info.kroyhouse24@gmail.com