#লেখাটা পড়ার জন্য অনুরোধ করলাম।
এইমাত্র সুসাইড করলাম। বিষের
বোতলটা মেঝেতে পড়ে আছে।
কন্ঠনালী হতে নাভী পর্যন্ত জ্বলে
ছারখার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ভুলে
এসিড পান করেছি..।
.
... পাশের রুম থেকে মা দৌড়ে এসে
বুকে জাপটে ধরলো। বাপ তুই এটা কেন
করলি..?
... তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ
করেছি। তুই ভুমিষ্ট হওয়ার ছয় দিন আগ
থেকেই প্রসব বেদনায় কাতরিয়েছি।
.
...ভুমিষ্ট হওয়ার পর ছয়মাস পর্যন্ত
তোকে নিয়ে মেডিকেলে কাটিয়েছি।
এই ছয়মাস একরাত ও ঘুমাতে পারিনি।
তোকে প্রেম, ভালবাসা দিয়ে এতবড়
করেছি। কিন্ত আমাদেরকে কিছু না
বলে এটা কেন করলি...?
.
... কিছুক্ষণ পর আব্বু ও ছোট বাচ্চার মতো
হাউমাউ করে কান্না আরম্ভ করলো।
শুনে অবাক হলাম। পৃথিবীর সবচেয়ে
কঠিন মানুষটা কি কান্না করতে
পারে..?
.
...আব্বু আম্মুর কান্না, প্রেম ও
ভালবাসা দেখে বাচঁতে ভীষণ ইচ্ছে
করছে। কিন্ত হাত পা ধীরে ধীরে অবস
হয়ে আসছে। নড়াচড়ার শক্তিও
পাচ্ছি না। নিশ্বাস ও ধীরে ধীরে
ছোট হয়ে আসছে। শ্বাস প্রশ্বাস নিতে
ও খুব কষ্ট হচ্ছে। হয়তো বা কিছুক্ষণ পর
পুরো শরীর নিস্তেজ হয়ে যাবে..।
.
... নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
সর্বোচ্চ মায়া মমতার বিপরীতে এমন
অন্যায় কখনো মানায় না। না কখনোই
না....
.
... না সুসাইড করিনি। বিষের বোতলটা
এখনো হাতে। সুসাইড করার পরের মূহুর্ত
গুলো কি হবে চোখ বন্ধ করেই অনুভব
করলাম। একটা অকৃতজ্ঞ মানুষের জন্য
সুসাইড করবো, তা কখনো মানায় না।
যার জন্য সুসাইড করবো সে তো ব্যথা
পাবে না..।
.
ব্যথা পাবে আব্বু আম্মু। সারা জীবন
কাতরাবে পুত্র হারানোর ব্যথায় আমার
জম্মধাত্রী মা...।
বোতলটা মেঝেতে পড়ে আছে।
কন্ঠনালী হতে নাভী পর্যন্ত জ্বলে
ছারখার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ভুলে
এসিড পান করেছি..।
.
... পাশের রুম থেকে মা দৌড়ে এসে
বুকে জাপটে ধরলো। বাপ তুই এটা কেন
করলি..?
... তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ
করেছি। তুই ভুমিষ্ট হওয়ার ছয় দিন আগ
থেকেই প্রসব বেদনায় কাতরিয়েছি।
.
...ভুমিষ্ট হওয়ার পর ছয়মাস পর্যন্ত
তোকে নিয়ে মেডিকেলে কাটিয়েছি।
এই ছয়মাস একরাত ও ঘুমাতে পারিনি।
তোকে প্রেম, ভালবাসা দিয়ে এতবড়
করেছি। কিন্ত আমাদেরকে কিছু না
বলে এটা কেন করলি...?
.
... কিছুক্ষণ পর আব্বু ও ছোট বাচ্চার মতো
হাউমাউ করে কান্না আরম্ভ করলো।
শুনে অবাক হলাম। পৃথিবীর সবচেয়ে
কঠিন মানুষটা কি কান্না করতে
পারে..?
.
...আব্বু আম্মুর কান্না, প্রেম ও
ভালবাসা দেখে বাচঁতে ভীষণ ইচ্ছে
করছে। কিন্ত হাত পা ধীরে ধীরে অবস
হয়ে আসছে। নড়াচড়ার শক্তিও
পাচ্ছি না। নিশ্বাস ও ধীরে ধীরে
ছোট হয়ে আসছে। শ্বাস প্রশ্বাস নিতে
ও খুব কষ্ট হচ্ছে। হয়তো বা কিছুক্ষণ পর
পুরো শরীর নিস্তেজ হয়ে যাবে..।
.
... নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
সর্বোচ্চ মায়া মমতার বিপরীতে এমন
অন্যায় কখনো মানায় না। না কখনোই
না....
.
... না সুসাইড করিনি। বিষের বোতলটা
এখনো হাতে। সুসাইড করার পরের মূহুর্ত
গুলো কি হবে চোখ বন্ধ করেই অনুভব
করলাম। একটা অকৃতজ্ঞ মানুষের জন্য
সুসাইড করবো, তা কখনো মানায় না।
যার জন্য সুসাইড করবো সে তো ব্যথা
পাবে না..।
.
ব্যথা পাবে আব্বু আম্মু। সারা জীবন
কাতরাবে পুত্র হারানোর ব্যথায় আমার
জম্মধাত্রী মা...।
এই গল্প থেকে শিক্ষা নেয়ার
অনেক কিছু আছে
যদি উপলব্ধি করতে পারেন।
অনেক কিছু আছে
যদি উপলব্ধি করতে পারেন।
plz........ ভূল করে হলেও এই ধরনের কাজ করার পূর্বে একটা বার ভেবে নিবেন কোন সুখের নেষায় মগ্ন হচ্ছেন।
No comments
info.kroyhouse24@gmail.com