Breaking News

আমাকে একটা 'কিস' দাও "

" আমাকে একটা 'কিস' দাও "
কথাটা শুনেই, স্যান্ডউইজ এর বদলে, ভিড়মি খাওয়ার খুবই প্রয়োজন বোধ করলাম।
আজকে মঙ্গলবার সত্ত্বেও, শনি আমার উপরে ভর করিয়াছে; নাকি আমি নিজেই শনির ঘাড়ে চাপিয়াছি, ইহা কিছুতেই বুঝিয়া উঠিতে পারিলাম না।

মরুভূমির এই আরব দেশে এসেও, চোখে শরিসা ফুল ফুটতে লাগলো, কথাটা শুনে।
একবার ভাবলাম, " আরবে কি এমন কোনো আইন চালু আছে নাকি; চাহিবার মাত্র 'কিস' দিতে হইবে"।
আবার ভাবলাম, " ইনি বোধহয় "লুচ্চা" প্রকৃতির কেউ।
যে সব্দ'টা শুনে আমার মাথা ঝিম-ঝিম, বুকে দুম-দুম, চোখে শরিসা ফুল ফুটছে।
সেই সব্দ'টা উনি খুবই স্বাভাবিক ভাবে বললো।
আবার নির্লজ্জের মতো আমার সামনে দাড়িয়ে আছে।

ইনি অবশ্য ভারতীয়, পুনরায় আমাকে বললো, " কেয়া হুয়া, এক 'কিস' দেদো'না ইয়ার"।
আমার মেজাজ এবার আরবের উত্তাপ ছাড়িয়ে, দ্বিগুণ হয়ে গেলো।
কি পাজি লোক'রে। এমন ভাবে 'কিস' চাচ্ছে, মনে হচ্ছে পূর্বে কখনো আমার কাছে হাজার খানেক 'কিস' জমা রেখেছিলো।

অতিরিক্ত রাগের বসে, বাংলা সাইডে রেখে হিন্দিতেই মনে মনে প্রতিজ্ঞা করলাম, " জরুরত হো তো জান দেগা; লেকিন উসকো কাভি নেহি 'কিস' দেগা"।
It's a question fo প্রেস্টিজ।
একটি 'কিস' এর জন্য হোক মরণ।
তবু হতে দেবোনা ইজ্জত হরণ।

লোকটার হাসি হাসি মুখটা এবার ফ্যাকাসে হয়ে গেল।
তাই দেখে আমার 'মানব সেবায় নিবেদিত প্রাণটা' গলে জল হয়ে গেল।
একটা 'কিস' এর জন্য লোকটার মুখটা অমন মলিন হয়ে থাকবে ????

একটা 'কিস' যদি একজন লোকের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে। তাহলে আমার একটা 'কিস' দিতে ক্ষতি কী ???
ওদিকে লোকটার মুখটা মলিন দেখে। আমার বুকের ভেতরে হাল্কা ব্যাথা অনুভব করলাম। প্রথমে গ্যাস এর ব্যাথা ভেবে, গ্যাসের বড়ি খাইলাম। কিন্তু তাতেও ব্যাথাটা কমলো না।
এবার বুঝলাম, লোকটার 'কিস' না পাবার ব্যাথায়, আমার হৃদপিন্ডটা'ও ব্যাথিত।

লোকটা মলিন মুখে আবার বললো, " কেয়া হুয়া ইয়ার"।
এবার ভাবলাম, " একটা 'কিস'ই তো, দিয়েই দি। কারণ মন ভাঙা, আর মসজিদ ভাঙা সমান।
আর দেরী নয়, ঠোঁট উচিয়ে লোকটার গালে 'কিস' দেবো প্রায়, এমন সময় লোকটা চেচিয়ে উঠলো, " আরে আরে, কেয়া কাররাহাহে ইয়ার, মে তো ইয়ে কিস নেহি চাইয়ে"।

আমি বিদ্যুত্ বেগে একটু সরে গিয়ে বললাম, " মতলব ? কনসা 'কিস' চাহিয়ে তুমকো ?"।
লোকটা চার আনা দামের পলিথিনের দিকে আঙুলের ইশারা করে বললো, " আরবি মে উসকো 'কিস' কেহতাহে"।
আরবিতে 'কিস' মানে পলিথিন।
বিষয়টা ক্লিয়ার হইবার পরে। লজ্জায় আমার নাক কাটা পরিবার উপক্রম।
লোকটাকে একটা 'কিস' মানে ( পলিথিন ) দিয়ে বিদায় করলাম।
লোকটা কিন্তু আমার সহকর্মী, মোস্তাফিজ।

কিছুক্ষণ হাসলাম।
বেশী হাসলে পেটের চামড়া ব্যাথা হইতে পারে ভেবে। হাসিতে ব্রেক মেরে ভাবলাম।
মুরব্বি'রা যে বলে, " এক দেশের গালি, আর এক দেশের বুলি "
কথাটা মোটেই মিথ্যা নয়।

 

No comments

info.kroyhouse24@gmail.com