গল্পটি পড়ার অনুরোধ রইল সবার প্রতি
ছেলে : আজ রাতে ১১.৩০ এই সময় একবার
আসতে । পারবে ?
মেয়ে : কালকে আমার বিয়ে আর তুমি আজ ডাকছো
বাড়ির লোকজন জানতে পারলে
খারাপ মনে করবে ।
ছেলে : না মানে জীবনে শেষ বারের মতো
তোমাকে দেখতে চাই ।
আর তো তোমাকে পাবো না তাই
মেয়ে : আচ্ছা যাবো ।
ছেলে : আমাদের সেই পুরানো দেখা করার
জায়গাটাতে ।
মেয়ে : ঠিক আছে ।
.
.
মেয়েটা ঠিক সময়ে পৌছে। গেল
দেখল ছেলেটা একটা কেক
নিয়ে আর একটা মোমবাতি
জালিয়ে
চাঁদের আলোয় বসে আছে ।
মেয়েটা এসে ছেলেটার পাশে
বসলো ।
মেয়ে : আমার জন্মদিন তুমি এখনও মনে রেখেছো
আর তুমি আমাকে এখনো ভালোবাসো !
ছেলে : মরার আগে পর্যন্ত ভালোবাসবো । কারণ
ভুলে যাওয়ার জন্যে তো আর ভালোবাসিনি
মেয়েটা এই কথাটা শুনার পরে হু হু করে কেঁদে উঠলো ছেলেটার হাতটা ধরলো ।
ছেলে : এই নাও কেকটা কাটো
।
মেয়েটা ছুরিটা তুলে কেকটা কাটলো ।
এক টুকরো ছেলেটাকে খাইয়ে দিল
আর এক টুকরো ছেলেটা
মেয়েটাকে খাইয়ে দিল ।
ছেলে : চোখে অস্ত্র আর কান্না কান্না কন্ঠে বল্ল
দেখো তুমি না অনেক সুখি থাকবে
তোমার বর তোমাকে অনেক সুখে রাখবে
মেয়ে : তোমাকে ছাড়া , কি করে সম্ভব ।
কিছুক্ষন চুপ থাকার পরে
ছেলে : আমাকে ভুলে যেও প্লিজ ।
মেয়ে : আমরা কি এখনি পালিয়ে বিয়ে
করতে পারিনা ।
ছেলে : না , তাতে শুধু আমরা সুখে থাকবো
কিন্তু তোমার আর আমার বাবা মা কিন্তু
খুব কষ্ট পাবে । কারণ তোমার বাবা
তোমার উপরে অনেক ভরসা করে বলেছে
পাত্র পক্ষকে যে তার মেয়ে তার কথার উপরে
কথা বলবে না । আর এটা তার বিশ্বাস
তোমার উপরে । আর সে বিশ্বাস তুমি কেনো
ভাঙবে ।
মেয়ে :কেঁদে কেঁদে বল্লো
কেনো বাবা মা গুলি এমন হয় । তাদের কি
একটি বারও মনে হয়না তার মেয়ের
একটি স্বাধীনতা আছে ।
ছেলে : বাবা মা আমাদের জন্যে দিয়েছেন লালন
পালন করে । আজ অনেক বড়ো করেছে তাই
তাদের ভরসাটা আমাদের উপরে একটু বেশীই
মেয়ে : I Love you .
ছেলে : I Love you too.
ছেলেটি মেয়েটির কপালে শেষ চুম্বন তারপরে
মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি
ফিরে গেল
।
ছেলেটি ওখানেই বসে রইল ।
......
....
পরের দিন সকালে দেখা গেল মেয়েটা তার ঘরে
বিষ পান করে আত্মহত্যা করেছে ।
আর ছেলেটা ওখানেই ছুরি দিয়ে হাতের শিরা কেটে
আত্মহত্যা করেছে । ভালোবাসা সত্যিই অবুঝ.....
আর সেই অবুঝ ভালোবাসা ঠিকই একদিন প্রকাশ
পায় কিন্তু তখন । সন্তানকে নিয়ে গর্ব করা
বাবা মায়ের কিছুই করার থাকে না ।
প্রিয় বাবা মা তোমাদের উপরে রাগ নয় ।
নয় কোনো অভিযোগ
বরং তোমাদের উপরে রইল অজস্র সন্মান
আর ভালোবাসা ।
} কেমন লাগলো জানাতে ভুলবেন.না কিন্তো
#আরো নতুন কিছু নিয়ে আসবো)
No comments
info.kroyhouse24@gmail.com