Breaking News

মানুষ বদলে যাওয়াটাই দেখে কিন্তু কেন বদলায় সেইটা দেও দেখে না

আমার মনে হয় আমার যা কস্ট যন্ত্রনা হয়, তখন আমার অনুভুতিটা এমন হয় যে- ওই মুহুর্তে যদি বুকের ভেতর থেকে সমস্ত কষ্টগুলো বের করে দেখানো যেত
তাহলে বুঝি সারা দুনিয়াটাই আমার কষ্টের যন্ত্রনায় দগ্ধ হয়ে যেত,,,,,,,
কষ্ট কি কেউ দেখেছো ? আমি দেখেছি, খুব কাছ থেকে, গভীর ভাবে অনুভব করছি। তিলে তিলে উপলব্ধি করেছি । রাত ছাড়া যেমন দিন বুঝা যায় না, তেমনি কষ্ট ছাড়াও ভালোবাসার মানুষটারে চেনা যায়না বুঝা যায় না । তাই যতো বেশী কষ্ট পেয়েছি, ভালোবেসেছি ততো গভীর ভাবে । তুমি কোনো দিন বুঝতে পারো নি, বা কোনো দিন বুঝতে চায় ও নি । সবাই কষ্ট কে ভয় পায়, আর আমি কষ্ট কে এখোন ভালোবাসি । কারণ, তোমাকে ভালোবেসে আমি ক্ষত বিক্ষত, তবুও তোমাকেই ভালোবাসি । কান্নার মত গভীর কস্ট আর কিছু আছে বলে আমার মনে হয়না ,,,,তবে নেই । একজনের দুঃখ ,কস্ট,যন্তনা,কান্না,,অন্য জনকে বা ভালবাসার মানুষকেও স্পর্শ করে না এটা আমি যথেস্ট বুঝেছি । কিন্তু একজনের চোখের জল খুব সহজেই ঝড়ে,,,,,,?????

No comments

info.kroyhouse24@gmail.com