Breaking News

মসজিদে প্রবেশ ও মসজিদ হতে বের হওয়ার দোয়া

হযরত আবু হুরায়ারা (রাঃ) বলেন রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন যে ব্যক্তি সকাল অথবা সন্ধায় সমজিদে গমন করে, আল্লাহ ও তার জন্য আপ্যায়ন সামগ্রী জানানাতের মধ্যে প্রস্তুত করেন। সে যতবার সকাল সন্ধায় গমনাগমন করে, আল্লাহ ও তার জন্য ততবার অতিথেয়তা সামগ্রী প্রস্তুত করেন।

[তাখরীজঃ মুত্তাফাকুন আলাইহি (তা.পা)-৩৯০ বুখারী (তা.পা)-৬৬২ মসলীম (ই.সে)-১৪০৮]

বুরাইদাহ(রাঃ) বলেন, রাসুলুল্লাহ(সাঃ) বলেছেন” রাত্রির অন্ধকারে মসজিদে যাতয়াতকারী লোকদের কিয়ামতের দিনে পরিপুণ জ্যোতির শুভ সংবাদ দাও।

[তাহকীকঃ –সহীহ। তাখরীজঃ আবু দাউদ (ই.ফা)-৫৬১ তিরমিজি (মা.প্র) ইবনে মাজাহ (তা.পা)-৭৮১]


মসজিদে প্রবেশের দোয়া
  
উচ্চারণঃ আল্লাহুমাফ্ তাহলী আব্ ওয়াবার রাহমাতিকা।
অর্থঃ- হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজা খলে দিন।

[তাখরীজঃ মুসলীম (ই.সে)-৭২৯ ইবনে মাজাহ (তা.পা)-৭৭২]

জাবির(রাঃ) বলেন রাসুলুল্লাহ বলেছেন” কেউ রসুন পিয়াজ খেলে আমারে থেকে যেন দুরে থাকে অথবা সে যেন আমাদের মসজিদ থেকে দুরে থাকে কিংবা বাড়িতে অবস্থান করে।

[তাখরীজঃ মুত্তাফাক আলাইহি (তা.পা)-৮৫৫ মুসলীম (ই.সে)-১১৪২]


কাতাদাহ রাঃ বলেন রাসুলুল্লাহ(সাঃ) বলেছেন “যখন কোন ব্যাক্তি মসজিদে প্রবেশ করে তখন সে যেন দুই রাকায়াত স্বালাত আদায়ের পূর্বে না বসে।”

[তাখারীজঃ বুখারী(তা.পা)-৪৪৪ মুসলীম (হা.স)-৭১৪ আবু দাউদ(ই.ফা)-৪৬৭ তিরমিজি (মা.প্র)-৩১৬ নাসায়ী (মা.প্র)-৭৩০ ইবনে মাজাহ (তা.পা)-১০২৩।]


মসজিদ হতে বের হওয়ার দোয়া

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আস্ আলুকা মিন ফাযলিকা
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার ফাযল(পুরস্কার)চাই।


[তাখরীজঃ মুসলীম (ই.সে)-২৫২৯ আবু দাউদ (ই.ফা) -৪৬৫ তিরমিজি (মা.প্র)-৭২৮ নাসায়ী (মা.প্র)-৭২৯ ইবনে মাজাহ (তা.পা)-৭৭২।]


No comments

info.kroyhouse24@gmail.com