Breaking News

তিনি ভয়াবহ একজন বিজনেস ম্যান

দোকানের সামনে তিনটা বেঞ্চের মধ্যে প্রথমটায় যিনি বসে আছেন,
 তিনি ভয়াবহ একজন বিজনেস ম্যান। বাংলায় তার নামের অর্থ, 'ব্যবসা মানব!'
 এই ভয়াবহ ব্রেইনের অধিকারী মানুষটি এখন পর্যন্ত গুনে গুনে তেইশ টা 
বিজনেস শুরু করার আকর্ষণীয় পদ্ধতি বলেছেন দোকান ভর্তি মানুষকে।
 শুরু করেছেন মাটি দিয়ে,


-- শুনেন, মাটি হইলো স্বর্ণ। গরিবের সোনা। কাজ কাম নাই, টাকা পয়সা নাই..
 দোকানে বইসা আড্ডা না দিয়া বাড়ি যান। 
বাড়ির আশপাশে একটা গর্ত খুঁইড়া ঝিম মাইরা বইসা থাকেন। খাওয়াদাওয়া হবে গর্তের মধ্যে।
 বৌকে বলবেন, 'তোমার স্বামী বাবা হয়েছে বাবা.. 
গর্ত বাবা! তুমি কাউরে কিন্তু বইলোনা!' কাউরে বলতে না বলার
 কারণে বৌ মাত্র একঘন্টার মধ্যেই সারা গ্রাম রটিয়ে দেবে। দু'ঘন্টার পর দশ গ্রাম
 থেকে ক্যান্সার রোগী, বাতের রোগী, ঘুমের রোগী, প্রেমের রোগী, 
বিয়ে রোগী রা আসতে শুরু করবে..! বাড়ির কাছে একজন রে বসায়া দাও,
 সে আওয়াজ করবে মাঝে মাঝে, 'হাদিয়া পনেরো টাকা.. গর্তবাবা.. সামনে গিয়ে ডাইনে.
. পবিত্র হয়া যাবেন, আওয়াজ করবেন না জোরে.. বাবার ভীষণ রাগ। 
গর্তের পাশে দাঁড়িয়ে সমস্যার কথা বলবেন, খবরদার উঁকি দেবেন না।
 মাটি হয়া যাবেন.. গরম বাবা..!'



আমি চুপ মেরে বসে শুনছি কথাবার্তা, 
এ কঠিন ব্যবসা মানব! মাটি থেকে শুরু করে জঙ্গল, পানি, 
পাহাড়, সার, জায়গা জমির দালালি, গাড়ি, পাসপোর্ট, টিউশনি, কোচিং সেন্টার শেষ 
করে এখন বর্তমানে তিনি গ্যাসে আছেন। গ্যাস ব্যবসা! 
নামে গ্যাস হলেও ব্যবসা টা আসলে বহুমাত্রিক। তিনি বলছেন,



-- প্রথমেই রাস্তায় যাও, জ্যামের জন্যে দুই মিনিট বইসা থাকো। 
জ্যামে পড়লেই একটা লাঠি নিয়া সামনের দুইটা প্রাইভেট কার নইলে দুইটা বাসের
 জানালার কাঁচ ভেঙ্গে ফেলো চটপট। ভয় পাবানা। 
একটা বাসের জানালা একা ভাঙ্গার পর খেয়াল করবা দুই নম্বর বাসের কাঁচ ভাঙ্গার
 সময় তুমি আর একা না। দশ পনেরোজন জুইটা গ্যাছে। অবাক হওয়ার কিছু নাই,
 এরা কেন কাঁচ ভাঙ্গতেছে নিজেরাও জানেনা। 
টগবগে রক্ত এদের.. সবকিছু ভাঙ্গতে পছন্দ করে। তুমি এই পর্যায়ে জোর আওয়াজে বলো, 
'মানিনা.. গ্যাসের দামবৃদ্ধি মানিনা...!' 
দেখবা টগবগে রক্তরা গরমে ফুটতেছে.. 
পনেরো মিনিটের মাথায় তোমরা দশ পনেরো জন, পঞ্চাশ ষাট জনে গিয়া পৌছাইবা। 
কাজ শেষ। সাংবাদিক আসবে, নিউজ হবে.. 
সরকারদল বলবে, 'গ্যাসের দাম বাড়ানো হয় নাই। 
দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দেয়ার জন্যে এইটা বিরোধীদলের একটা চক্রান্ত..!' 
বিরোধী দল বলবে, 'জনগণের তীব্র আন্দোলনের মুখে সরকার নতি স্বীকার করেছে.
. দাম কমাতে বাধ্য হয়েছে। এই দেশের মানুষ আজ সব জানে.. 
 
 
অত্যাচার- শোষণ- বঞ্চনার জবাব দিতে জানে, তারা এই সরকার চায়না..!' 
এখন প্রশ্ন হইলো, এইখানে ব্যবসা কি রাজনীতি? দুর.. রাজনীতি না। 
ব্যবসা হচ্ছে, কাঁচ উৎপাদন কারী প্রতিষ্ঠান গুলার সাথে।
 ওজনদার একটা মানুষ নিয়া দুইজায়গায় ডিল করো.. 
কাঁচ কোম্পানি আর বাস কোম্পানির সাথে। কাঁচ কোম্পানি কে বলো, 
'আমরা এই মাসে প্রচুর গাড়ির কাঁচ ভাঙ্গবো, কাঁচ টা এখান থেকেই যাবে.. 
আপনারা কাঁচ লাগাবেন, আমরা ভাঙ্গবো, আবার লাগাবেন, আবার ভাঙ্গবো.. 
আপনাদের কাঁচ ব্যবসা তুঙ্গে তুলে দিচ্ছি, একটা ডিল হোক...!' 
আর যেকোনো একটা বাস কোম্পানি কে গিয়ে বলো, 
'আমরা এই মাসে প্রচুর বাসের কাঁচ ভাঙ্গতেছি.. 
রাস্তায় আপনাদের কোম্পানির বাসের কাঁচ স্পর্শ ও করা হবেনা.. চলুন একটা ডিল হোক...!'
ব্যবসা মানবের ফোনে রিং হচ্ছে। 
কানে ফোন লাগিয়ে কিছুক্ষণ কথা বলে আমাদের দিকে চাইলেন তিনি। 
আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছি..!
 
 
কিছুক্ষণ পর,
দোকান খালি, সবাই যে যার কাজে চলে গেছে।
আমি ব্যবসা মানবের পিছু নিই, এই মানুষটির গল্প শুনতে ইচ্ছে করছে।
 ব্যবসা মানব কিছুক্ষণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডানদিকের ফুটপাথে একজনের 
দর কষে আপেল কেনা দেখলেন মনোযোগ দিয়ে।
 তারপর হাঁটতে শুরু করলেন। কিছুদুর হেঁটে পেছন ফিরে আমায় ডাকলেন,
-- এদিকে আসো।
আমি এগিয়ে যাই, জিজ্ঞেস করেন,
-- পিছু নিছো কেন?
আমি চুপ করে থাকি। কিছুক্ষণ পর ব্যবসা মানব কে জিজ্ঞেস করি,
-- কি করেন আপনি?
-- ব্যবসা।
-- কি ব্যবসা?
-- যেকোনো ব্যবসা। নির্দিষ্ট নাই।
-- পড়াশুনা কতদুর?
ব্যবসা মানব রহস্যময় হাসি হাসলেন। অথচ চোখে গভীর বিষাদ দেখা গেলো। বললেন,
-- সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছি।
-- কেন?
 
 
ব্যবসা মানব পুনরায় হাসলেন। রহস্যময় হাসি। আমি পাশে হাঁটতে শুরু করলাম। 
একটু এগোতেই গলির মোড়ে কিছু বয়স্ক লোকের কথা শুনতে পেলাম, 
গ্রামে একজন নতুন বাবার আবির্ভাব হয়েছে, গর্ত বাবা। এই মুহূর্তে পাওয়া তরতাজা খবর। 
বাবা সারাক্ষণ গর্তেই থাকছেন, খাওয়া দাওয়া ও গর্তের মধ্যে। 
গরম বাবা... বেয়াদবি করলেই শরীরের যে কোনো একটা অঙ্গ মাটি হয়ে যাচ্ছে।
 আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ব্যবসা মানবের দিকে, ব্যবসা মানবের ঠোঁটে হাসি, বললো,



-- জানো? এই রকম ই একটা গর্তে পড়ে আছি আমরা। 
সার্টিফিকেট এইখানে স্রেফ 'টয়লেট টিস্যু'.. 
গর্তে বসো, নিজেকে 'কোনো এক বিশেষ ধরণের ক্ষমতাবান' বলে ঢোল পিটাও.. ব্যস।
 'ভক্তি' পাবে।
ব্যবসা মানব হাঁটছে, আমি পাশে.. সামনের বড় রাস্তায় গন্ডগোল বেঁধেছে। 
লোকজন ছুটাছুটি করছে। একজনের কাছ থেকে জানা গেলো, 
রাস্তায় গাড়ি ভাঙ্গা হচ্ছে। তেলের দামবৃদ্ধি নিয়া আন্দোলন চলছে। 
আমি এখান থেকেই গোটা বিশেক জোরালো গলার আওয়াজ শুনতে পাচ্ছি,
 'ভুলিয়ে দিবো বাপের নাম, তেলের কেন চড়া দাম..?'
আমি কোনো ক্ষমতাবান লোক নই। তবুও মনে মনে কয়েকবার বাবার নাম বিড়বিড় করলাম। 
সিচুয়েশন খারাপ.. কে কি করে, কে কখন গর্তে পড়ে ঠিক নাই
.. ভুলিয়ে দিলেও আশ্চর্য হবোনা..!



No comments

info.kroyhouse24@gmail.com