সালাতের গুরুত্ব ও পদ্ধতি
নিশ্চই আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোন ইলাহ নেই। আমার স্মরণার্থে স্বালাত আদায় কর।
[সূরা ত্ব-হা ১৪]
স্বলাত আদায় কর । নিশ্চই স্বলাত অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত কাখে।
[সূরা আনকাবূত ১৫।]
আপনি আপনার পরিবারের লোকদেরকে স্বালাদের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন।
[সূরা ত্ব-হা ১৩২।]
আবু হুরায়রা (রাঃ) বলেন রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন ক্বিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদের সর্ব প্রথম হিসাব নিবেন স্বলাতের । স্বলাতের হিসাব ঠিক হ’লে বাকি আমল সমূহের হিসাব ঠিক হবে।স্বলাত বিনষ্ট হ’লে বাকি আমল সমূহ বিনষ্ট হবে।
[তিরমিজি, আবু দাউদ, ত্বাবারানী, আত্তসাত , আলবানী সিলসিলা, ছহীহা হা /১৩৫৮]
তোমরা স্বালাত সম্পন্ন কর দাঁড়িয়ে, বসে কিংবা শুয়ে। সর্বাবস্থায় আল্লাহ কে স্মরন করতে থাকবে। সুরা নিসা-১০৩
আর যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে তাহ’লে পথ চলা অবস্থাতেই স্বলাত আদায় কর। অথবা সওয়ারীর উপরে থাকাবস্থায় ।
[বাক্বারাহ-২৩৯]
স্বলাদের পদ্ধতি
বলূন, যদি তোমার আল্লাহকে ভালবাস তবে আমাকে অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন।আল্লাহ অত্যান্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু।
[আল ইমরান-৩১]
আবু সুলায়মান মালিক ইবনে হুওয়াইরিম (রাঃ) বলেন রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন তোমার যেভাবে আমাকে স্বলাত আদায় করতে দেখছো ঠিক তেমন ভাবে তোমার স্বলাত আদায় কর।
[সহীহ বখুারী (তাও)-৬০০৮]
No comments
info.kroyhouse24@gmail.com