স্বলাতের গুরুত্ব তাকবীর অর্থ সহ
ছানা/ দোয়ায়ে ইসতিফতাহ
উচ্চারণঃ আল্লাহুম্মা বাইদ বাইনি অবায়না খাতা ইয়া ইয়া কামা বায়দতা বয়নাল মাসরিকি অল্ মাগরিবি, আল্লাহুম্মা নাককিনি মিনাল খাতা ইয়া কামা ইউনাক্কাস্ সাওবুল আবইয়াযু মিনাদ্দানাসী আল্লাহুম্মাগ সিল খাতা ইয়া ইয়া বিল মায়ি ওয়াস্ সালযি ওয়াল্ বারাদি।
অর্থঃ হে আল্লাহ! আমার ও আমার গুনাহর মধ্যে সে রকম দুরত্ব সৃষ্টি কর যেমন দুরত্ব রয়েছে র্পূব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ ! আমাকে গুনাহ থেকে এমন ভাবে পরিষ্কার করে দাও যেমন করে সাদা কাপড় থেকে ময়লা থেকে ধবধবে পরিস্কার করা হয় । হে আল্লাহ ! আমাকে গুনাহ থেকে পানি, বরফ ও শীতলতা দিয়ে পরিস্কার করে দাও।
[তাখরীজঃ মুত্তাফাকুন আলাইহি (তা.পা)-৩৪৯ বুখারী (তা.পা)-৭৪৪ মুসলীম (ই,সে)-১২৪২, নাসায়ী (মা.প্র)-৮৯৫ ইবনে মাজাহ (তা.পা)-৮০৫]
অথবা
উচ্চারণঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বেহামদিকা ওয়া তাবারাকাস্ মুকা ওয়া তায়ালা যাদ্দুকা অলাইলাহা গায়রুকা।
অর্থঃ হে আল্লাহ ! তুমি সকল ক্রটি থেকে মুক্ত ও প্রবিত্র । আমরা সবর্দা তোমার প্রশংসা করি। তোমার সম্মান ও মর্যাদা অনেক উচু। তুমি ছাড়া আর কোন মাবুদ নেই।
[তাহকীকঃ-সহীহ। তাখরীজঃ আবু দাউদ (ই.ফা) -৭৭৫ তিরমিজি (মা.প্র)-২৪৩ নাসায়ী (মা.প্র)-৮৯৯ ইবনে মাজাহ (তা.পা)-৮০৬]
আউযুবিল্লাহ
উচ্চারণঃ আউযুবিল্লাহি মিনাস্ শায়তানির রাযীম।
অর্থঃ- অভিশপ্ত শয়তান হতে আল্লাহর কাছে আশ্র্রয় র্প্রাথনা করছি।
[সুরা নাহল-৯৮, আবু দাউদ (ই.ফা)-৭৭৫ তিরমিজি (মা.প্র)-২৪২]
No comments
info.kroyhouse24@gmail.com