Breaking News

জীবনেও ছেড়ে যাবো না

"তোমাকে ভালোবাসি।
জীবনেও ছেড়ে যাবো না ।"
-কথাটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা।
রোদেলাও বলেছিলো আকাশকে ।
কিন্তু ভালোবাসার
মাঝে স্বার্থের মেঘের সামান্য বর্ষণেই
রোদেলার ভালোবাসা বদলে গিয়েছিলো ।
আকাশ দেরি করে নি।
মেয়েটাকে মিথ্যে প্রমান করেনি।
মেয়েটা যখন হাসতে হাসতে বিয়ের
পিঁড়িতে বসেছিলো
তখনো আকাশ চুপ করে দেখেছে।
প্রচন্ড ভালোবাসতো বলেই
মেয়েটাকে মিথ্যে প্রমান করে নি।
আগে ভোর সাতটায় ফোন করতো মেয়েটা। ঘুম ভাঙিয়ে
দিতো।
না উঠলে মা কে ফোন দিতো।
মায়ের সাথে রোদেলার খুব ভালো গল্প হতো।
হয়তো ভরদুপুরে রোদেলা এসে মায়ের
সাথে রান্না করতো ।
আর আকাশ এসে দুজনের খুনসুটি দেখতো।
মনে হতো স্বর্গের কেউ নেমে এসেছে তার
জন্য !
কি সুখেই না দিন কাটতো ।
কিন্তু রোদেলা কথা রাখেনি।যখন
দুটো বছরেও আকাশের
চাকরী হয় নি তখন
রোদেলা সরে যেতে থাকে।
খবর আসে বিয়ে ঠিক হয়েছে রোদেলার।
আকাশ কিছু বলেনি।
এতদিন দুপুর বেলা বাড়ি ফিরে দেখে
মা রান্না করছে।
রান্নাঘর থেকে খুনসুটির শব্দ আসে না ।
ঘুম ভাঙিয়ে দিতে হয় না।সে সারাক্ষণ
জেগে থাকে।
ছোট একটা চাকরী করে সে।
রোদেলাকে জানিয়ে ছিলো ।
কিন্তু রোদেলা ফিরে আসে নি।
ভালোবেসে বিয়ে করছে।
ফিরে আসবে কেন ?
আকাশ রোদেলার প্রথম প্রেম ছিলো।
শুরুটা ছিলো সহানুভূতি থেকে।
সহানুভতি বদলে গেছে তীব্র ঘৃণায়।
পাঁচটাকা বাসভাড়া বাঁচাতে পায়ে হেঁটে অফিস করে আকাশ।
অল্প অল্প টাকা জমায়।
অনেক টাকা দরকার।
কত টাকায় এক লক্ষ হয় সে
তা জানে কিন্তু চোখে দেখেনি !
জীবন কত বদলায়।
আজ সকালে আকাশের অফিসে যাওয়ার
কথা ছিলো।
প্রতিদিনের মত ঘর থেকে বেড়িয়ে। গিয়েছিলো।
কিন্তু কি ভেবে গিয়েছিলো রোদেলার
বিয়ে দেখতে।
কাউকে সারাজীবনেও মুছে ফেলা যায় না।
কেবল কষ্ট পেতে হয়।
আকাশের মা অপেক্ষা করছে।
তার ভেতরটা কেমন কাঁপছে।
বিয়ের গিফট খুলতে খুলতে একটা
গিফটে রোদেলার চোখ আঁটকে যায়।
আকাশের নাম লেখা গিফটেঃ
বক্স থেকে ছোট্ট একটা চিরকুট আর
দুটো বকুলের শুকনো মালা বের হয় ।
চিঠিটা বেশ সংক্ষিপ্ত।
দু লাইনেই শেষ।
তুমি বলেছিলে জীবনেও
আমাকে ছেড়ে যাবে না।
তাই আমি আমার জীবনটাকেই ছেড়ে দিলাম।
ইতি ,
আকাশ রোদেলা চিঠিটা ফেলে দেয়।
আজ তার সমস্ত কিছু
অন্যজনকে সঁপে দেয় রোদেলা।
তার ফেরার পথ নেই।
রোদেলা বহু আগেই সে পথের
ঠিকানা হারিয়েছে।
তাই চিঠিটাকে নাটক বলেই
চালিয়ে দিয়েছিলো মনকে শান্ত করতে।
রাত নামে।
আকাশের মা অপেক্ষা করছেই।
জীবনে প্রথম আকাশ বাড়ি ফেরে নি ।


No comments

info.kroyhouse24@gmail.com